Love is in the air: এই ডিসেম্বরেই সবচেয়ে বেশি মানুষ পড়েন প্রেমের ফাঁদে!

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 05, 2021 | 8:13 PM

Relationship: শীতের ছুটিতে বাইরে বেড়াতে যাওয়া কিংবা কোথাও সন্ধ্যাভোজের আয়োজনও বাড়তে থাকে। ফলে অনেক বেশি সংখ্যায় নতুন মানুষের সঙ্গে মেলামেশা করার অবকাশ বাড়ে

1 / 5
ডিসেম্বর মানেই শহর জুড়ে প্রেমের মরশুম। ঘুরতে যাওয়া কিংবা বন্ধুদের স,ঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া- সব কিছুর জন্যই শীতকাল বড় প্রিয়। শীত আসলেই মন নস্ট্যালজিক হয়ে পড়ে। ভিড় করে আসে অসংখ্য স্মৃতি। আবার কারোর পৌষ মাস হলেও অনেকের কাছে সর্বনাশা হল এই শীত।

ডিসেম্বর মানেই শহর জুড়ে প্রেমের মরশুম। ঘুরতে যাওয়া কিংবা বন্ধুদের স,ঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া- সব কিছুর জন্যই শীতকাল বড় প্রিয়। শীত আসলেই মন নস্ট্যালজিক হয়ে পড়ে। ভিড় করে আসে অসংখ্য স্মৃতি। আবার কারোর পৌষ মাস হলেও অনেকের কাছে সর্বনাশা হল এই শীত।

2 / 5
কারণ শীত এলেই টপাটপ প্রেমে পড়ে বাঙালি। একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে এর পিছনে একাধিক যুক্তি সংগত কারণ রয়েছে। শীত এমনিতেই বাঙালির খুব প্রিয় মরসুম।

কারণ শীত এলেই টপাটপ প্রেমে পড়ে বাঙালি। একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে এর পিছনে একাধিক যুক্তি সংগত কারণ রয়েছে। শীত এমনিতেই বাঙালির খুব প্রিয় মরসুম।

3 / 5
এই সময় বাড়িতে বাড়িতে হয় হাউস পার্টি। আবার এই সময় অনেক বিয়েবাড়িও থাকে। এবার এসব অনুষ্ঠানে দু একটা কমন বন্ধু থাকলেই হিল্লে হয়ে যায়।

এই সময় বাড়িতে বাড়িতে হয় হাউস পার্টি। আবার এই সময় অনেক বিয়েবাড়িও থাকে। এবার এসব অনুষ্ঠানে দু একটা কমন বন্ধু থাকলেই হিল্লে হয়ে যায়।

4 / 5
বন্ধুর বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি হতে বিশেষ বেগ পেতে হয় না। এক্স ফ্যাক্টর হিসেবে যদিও থাকে শীতের ওম

বন্ধুর বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি হতে বিশেষ বেগ পেতে হয় না। এক্স ফ্যাক্টর হিসেবে যদিও থাকে শীতের ওম

5 / 5
শীতের দিন মানেই নিজেকে খুঁজে পাওয়া। সকালের রোদ গায়ে মেখে ব্রেকফাস্টে মোয়া থেকে শুরু করে দুপুরে ভাতের সঙ্গে ফুলকপি, ধনেপাতা দেওয়া মাছের ঝোল আর শেষপাতে নলেন গুড়ের স্বাদ কোথাও গিয়ে মন ভাল করে দেয়। নিজেকে ভালবাসলে তবেই না নতুন করে আবার প্রেম খুঁজে পাওয়া যায়

শীতের দিন মানেই নিজেকে খুঁজে পাওয়া। সকালের রোদ গায়ে মেখে ব্রেকফাস্টে মোয়া থেকে শুরু করে দুপুরে ভাতের সঙ্গে ফুলকপি, ধনেপাতা দেওয়া মাছের ঝোল আর শেষপাতে নলেন গুড়ের স্বাদ কোথাও গিয়ে মন ভাল করে দেয়। নিজেকে ভালবাসলে তবেই না নতুন করে আবার প্রেম খুঁজে পাওয়া যায়

Next Photo Gallery