ইকো-ফ্রেন্ডলি জামা: মাশরুম দিয়ে তৈরি এই জামার টেকসই বেশি

aryama das |

Mar 22, 2021 | 5:41 PM

আপনি কি জানেন এখন মাশরুম দিয়েও পোশাক তৈরি হয়?

ইকো-ফ্রেন্ডলি জামা: মাশরুম দিয়ে তৈরি এই জামার টেকসই বেশি
ইকো-ফ্রেন্ডলি জামা

Follow Us

আদিম যুগে পোশাক পরতেন না মানুষ। প্রথম লজ্জা নিবারণের বিষয় এলে গাছের ছাল বা পশুর চামড়া গায়ে জড়িয়েছেন তাঁরা। তারপর স্থান-কাল-অবস্থা অনুযায়ী পোশাক বিবর্তন হয়। ধীরে ধীরে এখন কটন, হ্যান্ডলুম, সিল্ক, সিফন, লেদার বাজারে এসেছে। কিন্তু আপনি কি জানেন এখন মাশরুম দিয়েও পোশাক তৈরি হয়?

মাশরুম দিয়ে তৈরি জামা

টেকশই লেদার এখন ফ্যাশনে ট্রেন্ডিং। তবে ফিউচার ফ্যাশনে পরিবেশবান্ধব লেদারই দেখা যাবে। ফ্যাশন ট্রেন্ড কিন্তু ক্রমশ পরিবর্তন হয়ে চলেছে। পোশাকের বড় ব্র্যান্ডের সংস্থাগুলি মাশরুম বা আনারসকে জামার উপাদান হিসেবে বেছে নিয়েছে। স্টেলা ম্যাককার্টেনি নামের এক মহিলা প্রথম মাশরুম দিয়ে ইকো-ফ্রেন্ডলি জামার উপাদান তৈরি করেন। তার থেকে প্রথম পোশাক তৈরি করেন মাইলো, তার ব্র্যান্ড। মাশরুম লেদারে তৈরি গাউন।

মাশরুম দিয়ে তৈরি জামা

মাইলো ব্র্যান্ড প্রথম ২০ বছর বিভিন্ন জন্তুর ছাল দিয়ে পোশাক তৈরি করে। স্টেলা ম্যাককার্টেনি, তাঁর প্রথম জামা লঞ্চ করেন– ‘মাইলো গার্মেন্ট- অ্য ব্ল্যক বুইস্টার’। এই পোশাক পরিবেশের জন্য ক্ষতিকারক নয়, দামেও সাধ্যের ভেতর।

এই পোশাক পরে স্টেলা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। ক্যপশনে লেখেন, “এটাই ফ্যাশনের ভবিষ্যত।” এই পোশাক ডিজাইন করা হয়েছে কেবলমাত্র পরিবেশের ভারসাম্য রক্ষার্থে। জল সঞ্চয়, কার্বনের পরিমাণ কমাতে, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার্তে, আমাজন অরণ্যের বৃক্ষচ্ছেদন রদ করতে এমন উদ্যোগ শিল্পীর।

Next Article