মাত্র ৫ মিনিটে বাড়ি বসেই বদলাতে পারবেন আধার কার্ডের ঠিকানা

সুমন মহাপাত্র |

Mar 09, 2021 | 8:02 PM

আপনার আধার কার্ডে (Aadhar card) কী করে নতুন ঠিকানা যোগ করবেন? কয়েকটি সহজ ধাপের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই উপায়...

মাত্র ৫ মিনিটে বাড়ি বসেই বদলাতে পারবেন আধার কার্ডের ঠিকানা
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: গ্যাসের কানেকশন থেকে মোবাইলের সিম, যেখানেই যাবেন আধার কার্ড আবশ্যিক। সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তাই আধার কার্ডে সব তথ্য এক্কেবারে ঠিক থাকা অত্যন্ত জরুরি। ধরুন আপনি বাড়ি বদলালেন, সে ক্ষেত্রে আপনার আধার কার্ডে কী করে নতুন ঠিকানা যোগ করবেন? কয়েকটি সহজ ধাপের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই উপায়…

* প্রথমে resident.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
*সেখানে গেট আধার, আপডেট আধার ও আধার সার্ভিসের অপশন থাকবে। এর মধ্যে আপডেট আধার অপশনে ক্লিক করতে হবে।
*নতুন পেজে আপডেট ইওর আধার ডেটা, চেক আধার আপডেট স্ট্যাটাস, আপডেট অ্যাড্রেস ইন ইওর আধার অপশন থাকবে।
*এই অপশনগুলির মধ্যে আপডেট অ্যাড্রেস ইন ইওর আধার অপশনে ক্লিক করতে হবে।

ফাইল চিত্র

*এরপর নাম, জন্ম তারিখ, ঠিকানা ও ভাষা বদলানোর সুযোগ থাকবে।
*সেখানে প্রসিড টু আপডেট আধার অপশনে ক্লিক করতে হবে।
*এরপর ধাপে ধাপে আধার নম্বর, ক্যাপচা ভেরিফিকেশন কোড দিলেই রেজিস্টারড ফোন নম্বরে ওটিপি চলে যাবে।
*সেই ওটিপি দিয়ে লগ ইন করলেই আপনি আপনার আধার কার্ডের ঠিকানা বদলাতে পারবেন।

আরও পড়ুন: গৃহঋণে তুমুল ছাড়, বিগত ১০ বছরের সর্বনিম্ন সুদ নিচ্ছে এই ব্যাঙ্ক

Next Article