কলকাতা: বিগত কয়েক মাসে রেপো রেট কম হওয়ার ফলে সুদ কমেছে ফিক্সড ডিপোজিটে। এখন দেশের একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে যে সুদ দেয় অন্য ব্যাঙ্কগুলি সেই একই পরিমাণে সুদ দেয় সেভিংস অ্যাকাউন্টেই। এক নজরে দেখে নেওয়া যাক কোন স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি ও বেসরকারি ব্যঙ্ক সেভিংস অ্যাকাউন্টে (Savings account) সবচেয়ে বেশি সুদ দেয়…
*১ লক্ষ টাকায় সুদ:
১ লক্ষ টাকা পর্যন্ত সেভিংসে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সুদ দেয় ৪ শতাংশ হারে। ৫ শতাংশ হারে সুদ দেয় উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যঙ্ক ও নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্ক।
*১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত:
১ লক্ষ থেকে শুরু করে ১০ লক্ষ টাকায় সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যঙ্ক দেয় ৬.২৫ শতাংশ সুদ। ৬ শতাংশ সুদ দেয় উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্ক দেয় ৫.৫ শতাংশ সুদ। এছাড়া এর থেকে বেশি সেভিংসে সবচেয়ে বেশি ৭.২৫ শতাংশ হারে সুদ দেয় উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক।
১ লক্ষ টাকা পর্যন্ত:
১ লক্ষ টাকা পর্যন্ত সেভিংসে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ৬ শতাংশ হারে সুদ দেয়। ৪.৭৫ শতাংশ হারে সুদ দেয় আরবিএল ব্যাঙ্ক। ইন্ডাসিন্ড ব্যাঙ্ক দেয় ৪ শতাংশ সুদ।
১ লক্ষ টাকা থেকে ১০ কোটি পর্যন্ত:
১ লক্ষ টাকার বেশি ও ১০ কোটি টাকা পর্যন্ত আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সুদের পরিমাণ ৭ শতাংশ। আরবিএল ব্যাঙ্কে একই পরিমাণ টাকায় সুদ ৬ শতাংশ। বন্ধন ব্যাঙ্কে সুদের পরিমাণও ৬ শতাংশ।
আরও পড়ুন: ১ বছরের ফিক্সড ডিপোজিটে দারুণ সুদ! কোন ব্যাঙ্কে সবচেয়ে বেশি লাভ?