লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় সীমা বাড়াল EPFO

সুমন মহাপাত্র |

Nov 30, 2020 | 7:59 AM

করোনা পরিস্থিতি মাথায় রেখে জীবন প্রমাণ পত্র (Life Certificate) জমা দেওয়ার সময় সীমা বৃদ্ধি করল EPFO। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৩০ নভেম্বর ছিল জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার শেষ দিন।

লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় সীমা বাড়াল EPFO
ফাইল চিত্র

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: করোনা পরিস্থিতি মাথায় রেখে জীবন প্রমাণ পত্র (Life Certificate) জমা দেওয়ার সময় সীমা বৃদ্ধি করল EPFO। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৩০ নভেম্বর ছিল জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার শেষ দিন। নতুন নির্দেশিকার ফলে সেই শেষ দিন হল ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি। একথা ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ গাঙ্গরের দফতর জানিয়েছে, করোনা পরিস্থিত ও এই অতিমারিতে বয়স্কদের আক্রান্ত হওয়ার সম্ভাবনার নিরখে EPFO জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার সময় সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করেছে। অর্থাৎ যারা ইপিএস ১৯৯৫এর মাধ্যমে পেনশন পান, তাঁরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জীবন প্রমাণ পত্র জমা করতে পারবেন।

পূর্ব নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে বছরের যেকোনও সময়ে এই নথি জমা দেওয়া যেত। যা পরবর্তী ১ বছর পর্যন্ত বৈধ গণ্য হত। মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই জীবন প্রমাণ পত্র জমা করার একাধিক পদ্ধতি রয়েছে। মোট ৩.৬৫ লক্ষ কমন সার্ভিস সেন্টারে জীবন প্রমাণ পত্র (Life Certificate) জমা করা যায়। যে ব্যাঙ্কের শখা থেকে ওই ব্যক্তি পেনশন পান, সেখানেও তিনি জীবন প্রমাণ পত্র জমা করতে পারেন। ১ লক্ষ ৩৬ হাজার পোস্ট অফিস ও ১.৯ লক্ষ পোস্টমেন ও গ্রামীণ ডাক সেবকের কাছেও জমা করা যায় এই নথি।

আরও পড়ুন:কত টাকা রোজগার করলে দিতে হবে আয়কর?

নির্দেশিকায় এ-ও সাফ জানানো হয়েছে যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় সীমার মধ্যে জীবন প্রমাণ পত্র জমা দিতে পারেননি এমন কোনও পেনশন প্রাপকের পেনশন বন্ধ হবে না। যারা জীবন প্রমাণ পত্র জমা দিতে চান তাঁরা https://locator.csccloud.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার খুঁজে বার করতে পারেন। এ ছাড়া http://ccc.cept.gov.in/covid/request.aspx- এই ওয়েবসাইটের মাধ্যমে পোস্ট অফিসে জীবন প্রমাণ পত্র জমা নিয়ে যাওয়ার জন্য আবেদনও করতে পারেন।

Next Article