পয়লা জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে চেক লেনদের সব নিয়ম

সুমন মহাপাত্র |

Jan 01, 2021 | 7:53 PM

৫০ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নতুন নিয়ম। প্রতারণা রুখতেই এই পদক্ষেপ করছে দেশের শীর্ষ ব্যাঙ্ক।

পয়লা জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে চেক লেনদের সব নিয়ম
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: নতুন বছরের পয়লা জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে চেক লেনদেনের নিয়ম। রিজার্ভ ব্যাঙ্ক (RBI) যে ‘পজেটিভ পে সিস্টেম’ নিয়ে এসেছিল তা কার্যকরী হচ্ছে শুক্রবার থেকেই। ৫০ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নতুন নিয়ম। প্রতারণা রুখতেই এই পদক্ষেপ করছে দেশের শীর্ষ ব্যাঙ্ক।

কী এই পজেটিভ পে সিস্টেম:

এই নতুন নিয়মে চেক প্রদানকারীকে শুধুমাত্র চেক দিয়ে দায় সারলেই হবে না। তার সঙ্গে ব্যাঙ্ককে নিশ্চিত করাতে হবে যে তিনি চেকের মাধ্যমে লেনদেন করছেন। তার জন্য এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা এটিএমে গিয়ে চেকের বিবরণ দিতে হবে। সেখানে চেক প্রদানকারীকে লিখতে হবে চেকের তারিখ, যাঁকে টাকা দিচ্ছেন তাঁর নাম, টাকার পরিমাণ ইত্যাদি। ব্যাঙ্ক যাচাই করে তবেই টাকা দেবে ওই চেকের মাধ্যমে। তবে শুধুমাত্র ৫০ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রেই কার্যকরী হবে এই পদ্ধতি।

প্রত্যেক ব্যাঙ্কে যাতে এই পরিষো উপলব্ধ হয় তা নিশ্চিত করবে ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া। আরবিআইয়ের নির্দেশে ‘পজেটিভ পে সিস্টেমের’ সম্পর্কে গ্রাহকদের ওয়াকিবহাল করবে প্রত্যেকটি ব্যাঙ্ক।

আরও পড়ুন: বছর শেষে সুখবর! একবারেই ৮.৫ শতাংশ সুদ দেবে EPFO

Next Article