বছর শেষে সুখবর! একবারেই ৮.৫ শতাংশ সুদ দেবে EPFO

এদিন সংবাদ মাধ্যমকে সন্তোষ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছেন EPFO ভাল কাজ করছে। তাই ৮.৫ শতাংশ সুদে সম্মতি জানিয়েছেন তিনি।

বছর শেষে সুখবর! একবারেই ৮.৫ শতাংশ সুদ দেবে EPFO
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 31, 2020 | 6:56 PM

নয়া দিল্লি: বছর শেষে সুখবর দিল কেন্দ্র। ৬ কোটি গ্রাহককে একবারেই ৮.৫ শতাংশ সুদ দিতে চলেছে EPFO। আগে দুটি কিস্তিতে সুদ দেওয়ার কথা জানিয়েছিল সরকার। কিন্তু EPFO-র আর্থিক অবস্থা ঠিক থাকায় একবারেই সুদ গ্রাহকদের পাঠানোর কথা জানাল কেন্দ্র। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার জানিয়েছেন, শ্রমন্ত্রকের প্রস্তাবনায় সায় দিয়েছে অর্থমন্ত্রক।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে এম্পলইজ ফান্ড অরগানাইজেশন ৮.৫ শতাংশ সুদকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। যেখানে প্রথম দফার কিস্তিতে ৮.১৫ শতাংশ হারে ও দ্বিতীয় দফায় ০.৩৫ শতাংশ হারে সুদ দেওয়ার কথা ছিল। তারপর অবশ্য সূত্র মারফত শ্রমমন্ত্রক থেকে অর্থমন্ত্রকের কাছে প্রস্তাবনা পাঠানোর বিষয়টিও প্রকাশ্যে এসেছিল। এদিন কার্যত সেই তথ্যকেই সরকারি তকমা দিলেন সন্তোষ গাঙ্গওয়ার।

আগে EPFO জানিয়েছিল, তারা প্রথমে ৮.১৫ শতাংশ সুদ দেবে। বাকি ০.১৫ শতাংশ সুদ তারা ইটিএফ বিক্রি করে দেবে। কিন্তু লকডাউন উঠে যাওয়ায় ও বাজার সচল হওয়ায় এককালীন ৮.৫ শতাংশ সুদ দিতেও কোনও অসুবিধা হবে না।

আরও পড়ুন: বাড়ল ‘ফাসট্যাগ’ সংযুক্তির সময়সীমা, ১৫ ফেব্রুয়ারি থেকে টোল প্লাজ়ায় বন্ধ নগদ লেনদেন!

এদিন সংবাদ মাধ্যমকে সন্তোষ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছেন EPFO ভাল কাজ করছে। তাই ৮.৫ শতাংশ সুদে সম্মতি জানিয়েছেন তিনি। পাশাপাশি শ্রমমন্ত্রী এবিষয়েও নিশ্চিত করেছেন যে যাঁরা ডিসেম্বর মাসের ৩১ তারিখে অবসরে যাচ্ছেন, তাঁরাও ৮.৫ শতাংশ সুদই পাবেন।