ঋণ প্রয়োজন! কোন ব্যাঙ্ক থেকে নিলে কম সুদের বোঝা মাথায় চাপবে জানেন?

সুমন মহাপাত্র |

Dec 03, 2020 | 12:31 PM

এক নজরে দেখে নেওয়া যাক সবচেয়ে কম সুদের কয়েকটি ব্যাঙ্কের তালিকা:

1 / 11
TV9 বাংলা ডিজিটাল: যে কোনও মুহূর্তে প্রয়োজন পড়তে পারে ঋণের। কিন্তু জানেন কি কোন ব্যাঙ্ক থেকে ঋণ নিলে সাশ্রয় হবে আপনার? বুদ্ধি করে কয়েকটি নির্দিষ্ট ব্যাঙ্ক থেকে টাকা ঋণ নিলেই গুনতে হবে কম সুদের বোঝা। ব্যাঙ্ক বাজারের ২৬ নভেম্বরের তথ্য বলছে, ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে কয়েকটি ব্যাঙ্ক ৮.৯ শতাংশ হারে সুদ নেয় তো এমনও ব্যাঙ্ক রয়েছে যাদের সুদের পরিমাণ ২০ শতাংশেরও বেশি। এক নজরে দেখে নেওয়া যাক সবচেয়ে কম সুদের কয়েকটি ব্যাঙ্কের তালিকা:

TV9 বাংলা ডিজিটাল: যে কোনও মুহূর্তে প্রয়োজন পড়তে পারে ঋণের। কিন্তু জানেন কি কোন ব্যাঙ্ক থেকে ঋণ নিলে সাশ্রয় হবে আপনার? বুদ্ধি করে কয়েকটি নির্দিষ্ট ব্যাঙ্ক থেকে টাকা ঋণ নিলেই গুনতে হবে কম সুদের বোঝা। ব্যাঙ্ক বাজারের ২৬ নভেম্বরের তথ্য বলছে, ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে কয়েকটি ব্যাঙ্ক ৮.৯ শতাংশ হারে সুদ নেয় তো এমনও ব্যাঙ্ক রয়েছে যাদের সুদের পরিমাণ ২০ শতাংশেরও বেশি। এক নজরে দেখে নেওয়া যাক সবচেয়ে কম সুদের কয়েকটি ব্যাঙ্কের তালিকা:

2 / 11
১. ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া: ২৬ নভেম্বরের ব্যাঙ্ক বাজারের তথ্য অনুযায়ী, যদি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে কেউ ঋণ নেন তাহলে তাঁকে ৮.৯ শতাংশ হারে সুদ দিতে হয়। কিস্তি হয় ১০ হাজার ৩৫৫ টাকা।

১. ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া: ২৬ নভেম্বরের ব্যাঙ্ক বাজারের তথ্য অনুযায়ী, যদি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে কেউ ঋণ নেন তাহলে তাঁকে ৮.৯ শতাংশ হারে সুদ দিতে হয়। কিস্তি হয় ১০ হাজার ৩৫৫ টাকা।

3 / 11
ফাইল ছবি

ফাইল ছবি

4 / 11
৩. সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতোই সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় সুদের কিস্তি ১০ হাজার ৩৬৭ টাকা ও সুদের হার ৮.৯৫ শতাংশ।

৩. সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতোই সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় সুদের কিস্তি ১০ হাজার ৩৬৭ টাকা ও সুদের হার ৮.৯৫ শতাংশ।

5 / 11
৪. ইন্ডিয়ান ব্যাঙ্ক: ইন্ডিয়ান ব্যাঙ্কে ব্যক্তিগত ঋণের পরিমাণ ৫ লক্ষ টাকা ও সময়সীমা যদি ৫ বছর হয় তাহলে কিস্তি দিতে হয় ১০ হাজার ৩৯১ টাকার। সুদের হার ৯.০৫ শতাংশ।

৪. ইন্ডিয়ান ব্যাঙ্ক: ইন্ডিয়ান ব্যাঙ্কে ব্যক্তিগত ঋণের পরিমাণ ৫ লক্ষ টাকা ও সময়সীমা যদি ৫ বছর হয় তাহলে কিস্তি দিতে হয় ১০ হাজার ৩৯১ টাকার। সুদের হার ৯.০৫ শতাংশ।

6 / 11
৫. ব্যাঙ্ক অব মহারাষ্ট্র: ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ব্যাঙ্ক অব মহারাষ্ট্র থেকে ঋণ নিলে কিস্তি দিতে হয় ১০ হাজার ৫১৩ টাকা করে। সুদের হার ৯.৫৫ শতাংশ।

৫. ব্যাঙ্ক অব মহারাষ্ট্র: ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ব্যাঙ্ক অব মহারাষ্ট্র থেকে ঋণ নিলে কিস্তি দিতে হয় ১০ হাজার ৫১৩ টাকা করে। সুদের হার ৯.৫৫ শতাংশ।

7 / 11
ফাইল চিত্র

ফাইল চিত্র

8 / 11
৭. ইউকো ব্যাঙ্ক: ৫ লক্ষ টাকার ৫ বছরের জন্য ব্যক্তিগত ঋণে ইউকো ব্যাঙ্ক সুদ নেয় ১০.০৫ শতাংশের হারে। কিস্তির পরিমাণ ১০ হাজার ৬৩৬ টাকা।

৭. ইউকো ব্যাঙ্ক: ৫ লক্ষ টাকার ৫ বছরের জন্য ব্যক্তিগত ঋণে ইউকো ব্যাঙ্ক সুদ নেয় ১০.০৫ শতাংশের হারে। কিস্তির পরিমাণ ১০ হাজার ৬৩৬ টাকা।

9 / 11
৮. ব্যাঙ্ক অব বরোদা:  একই পরিমাণ টাকা ও একই সময়সীমার জন্য ব্যাঙ্ক অব বরোদা সুদ নেয় ১০.১০ শতাংশ হারে। কিস্তি হয় ১০ হাজার ৬৪৮ টাকায়।

৮. ব্যাঙ্ক অব বরোদা: একই পরিমাণ টাকা ও একই সময়সীমার জন্য ব্যাঙ্ক অব বরোদা সুদ নেয় ১০.১০ শতাংশ হারে। কিস্তি হয় ১০ হাজার ৬৪৮ টাকায়।

10 / 11
৯. এইচডিএফসি ব্যাঙ্ক: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে একই পরিমাণ টাকা ঋণ নিলে সুদ দিতে হয় ১০.৭৫ শতাংশ হারে। কিস্তি প্রতি টাকা জমা দিতে হয় ১০ হাজার ৮০৯।

৯. এইচডিএফসি ব্যাঙ্ক: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে একই পরিমাণ টাকা ঋণ নিলে সুদ দিতে হয় ১০.৭৫ শতাংশ হারে। কিস্তি প্রতি টাকা জমা দিতে হয় ১০ হাজার ৮০৯।

11 / 11
১০. ফেডারেল ব্যাঙ্ক: ফেডারেল ব্যাঙ্কে একই অঙ্ক ও সময়ের জন্য সুদ দিতে হয় ১০.৪৯ শতাংশ হারে। কিস্তি প্রতি দিতে হয় ১০ হাজার ৭৪৪ টাকা।

১০. ফেডারেল ব্যাঙ্ক: ফেডারেল ব্যাঙ্কে একই অঙ্ক ও সময়ের জন্য সুদ দিতে হয় ১০.৪৯ শতাংশ হারে। কিস্তি প্রতি দিতে হয় ১০ হাজার ৭৪৪ টাকা।

Next Photo Gallery