কোন ৫ পদ্ধতিতে জানতে পারবেন কত টাকা জমা আছে আপনার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে?

সুমন মহাপাত্র | Edited By: ঋদ্ধীশ দত্ত

Nov 30, 2020 | 11:20 AM

আপনার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় (State Bank of India) অ্যাকাউন্ট আছে? উত্ত হ্যাঁ হোক কিংবা না, অত্যন্ত জরুরি জেনে রাখা যে কোন কোন পদ্ধতিতে আপনি জানতে পারবেন আপনার স্টেট ব্যাঙ্কে সঞ্চিত অর্থের পরিমাণ।

কোন ৫ পদ্ধতিতে জানতে পারবেন কত টাকা জমা আছে আপনার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে?
ফাইল চিত্র

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: আপনার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় (State Bank of India) অ্যাকাউন্ট আছে? উত্তর হ্যাঁ হোক কিংবা না, অত্যন্ত জরুরি জেনে রাখা যে কোন কোন পদ্ধতিতে আপনি জানতে পারবেন আপনার স্টেট ব্যাঙ্কে সঞ্চিত অর্থের পরিমাণ।

১. নেট ব্যাঙ্কিং:

অত্যন্ত সহজ এবং অধিক ব্যবহৃত এই পদ্ধতির মাধ্যমে সহজেই জানতে পারবেন সঞ্চিত টাকার পরিমাণ। প্রথমে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। তারপর ‘ক্লিক হেয়ার ফর ব্যালেন্সে’ ক্লিক করলেই জানতে পারবেন আপনার সঞ্চিত অর্থের পরিমাণ।

২. টোল ফ্রি নম্বর:

ধরুন আপনার নেট ব্যাঙ্কিং নেই। সেক্ষেত্রে কীভাবে জানবেন আপনার সঞ্চিত অর্থের পরিমাণ? কোনও সমস্যা নেই। রেজিস্টারড নম্বর থেকে টোল ফ্রি নম্বর ১৮০০-১১-২২১১ ও ১৮০০-৪২৫-৩৮০০-এ ফোন করলেই জানতে পারবেন আপনার সেভিংসে কত টাকা আছে।

৩. এসবিআই এটিএম:

স্টেট ব্যাঙ্কের (State bank of India) এটিএমে গিয়েও আপনি কার্ড সোয়াইপ করে জানতে পারবেন সঞ্চিত অর্থের পরিমাণ। এই সময় আপনার মোবাইলে মেসেজও চলে আসবে যে আপনি কোনও এটিএমে কার্ড সোয়াইপ করেছেন।

৪. মোবাইল ব্যাঙ্কিং:

যদি আপনার অ্যাকাউন্টে মোবাইল ব্যাঙ্কিং উপলব্ধ থাকে তাহলে সে পদ্ধতিতেও আপনি এই পরিষেবা পেতে পারেন। মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য প্রথমে স্টেট ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করার পর ‘এনকুয়ারি সার্ভিস’-এ ক্লিক করে ‘ব্যালেন্স এনকুয়ারি’ সিলেক্ট করতে হবে। এরপর এমপিন দিয়ে ‘কনফার্ম’ করলেই জানতে পারবেন টাকার পরিমাণ।

৫. মিসড কল পরিষেবা:

ব্যাঙ্কের মিসড কল পরিষেবার মাধ্যমেও সঞ্চিত থাকা অর্থের পরিমাণ জানা যায়। এই পরিষেবা পেতে ব্যাঙ্কের ওয়েবসাইটে এই বিষয়ে রেজিস্টার করতে হয়। এরপর ০৯২২৩৭৬৬৬৬৬ নম্বরে রেজিস্টারড নম্বর থেকে মিসড কল দিলে কিংবা ‘BAL’ লিখে এসএমএস করলেই টাকার পরিমাণ জানা যায়।

আরও পড়ুন:সরকারি খাতে টাকা জমিয়ে ১০ বছরে দ্বিগুণ করার উপায় জানেন?

সঞ্চিত অর্থের পরিমাণ জানার জন্য স্টেট ব্যাঙ্ক সাধারণত কোনও শুল্ক নেয় না। তবে এটিএমে কার্ড সোয়াইপ করার নির্দিষ্ট একটি সীমা রয়েছে। তার বেশি হলে টাকা কেটে নেয় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

Next Article