সরকারি প্রকল্পে টাকা জমিয়ে ১০ বছরে দ্বিগুণ করার উপায় জানেন?
কিষাণ বিকাশ পত্র (Kishan Vikash Patra) বা কেভিপি অ্যাকাউন্টে টাকা জমা রাখার কোনও উর্ধ্বসীমা নেই। যে কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তিই এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
TV9 বাংলা ডিজিটাল: ১০ বছরে টাকা দ্বিগুণ! হ্যাঁ একেবারে ঠিক তাও আবার পোস্ট অফিসের স্মল সেভিং স্কিমের মাধ্যমে। বহুল পরিচিত এই প্রকল্পের নাম কিষাণ বিকাশ পত্র (Kishan Vikash Patra)। টাকা জমা রাখলে ১২৪ মাস অর্থাৎ ১০ বছরেই আপনার টাকা হয়ে যাবে দ্বিগুণ। এই প্রকল্পে এখন পোস্ট অফিসে টাকা রাখলে বার্ষিক ৬.৯ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। অ্যাকাউন্টে ন্যূনতম টাকা জমা রাখার পরিমাণ হল ১ হাজার টাকা।
কিষাণ বিকাশ পত্র (Kishan Vikash Patra) বা কেভিপি অ্যাকাউন্টে টাকা জমা রাখার কোনও ঊর্ধ্বসীমা নেই। যে কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তিই এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকী কোনও অপ্রাপ্তবয়স্কর নামেও তার অভিভাবক এই প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছর বয়স হলেই যে কারোর নামে এই অ্যাকাউন্ট খোলা যায়। বিশেষ কিছু শর্তে মেয়াদের আগেই বন্ধ করা যায় কেভিপি অ্যাকাউন্ট।
সেগুলি হল-১. অ্যাকাউন্ট যার নামে তার মৃত্যু হলে কিংবা জয়েন্ট অ্যাকাউন্টের যে কোনও একজনর প্রাণ হারালে। ২. কোনও গ্য়াজেট অফিসারের মাধ্যমে অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হলে। ৩. আদালতের কোনও নির্দেশের মাধ্যমে।
আরও পড়ুন: সরকারি প্রকল্পে টাকা রাখলে পেতে পারেন ৭.৬ শতাংশ পর্যন্ত সুদ! জানেন কোথায়?
এছাড়াও নির্দিষ্ট কিছু শর্তের সাপেক্ষে এক ব্য়ক্তির কাছ থেকে অন্য ব্যক্তির নামে বদলানো যায় কেভিপি অ্যাকাউন্ট। সেগুলি হল- ১. অ্যাকাউন্ট যার নামে তার মৃত্যু হল নমিনির নামে বদলানো যায় অ্যাকাউন্ট। ২. অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে জয়েন্ট হোল্ডারের নামে। ৩. কোর্টের নির্দেশে বদল। ৪. কর্তৃপক্ষের নির্দেশে বদল।
যে কোনও পোস্ট অফিসের মাধ্যমেই এই প্রকল্পের পরিষেবা নেওয়া যায়।