কলকাতা: মেয়াদ শেষের আগেই ফিক্সড ডিপোজ়িট (Fixed deposits) ভাঙলেও দিতে হবে না কোনও জরিমানা। এই সুবিধা নিয়ে এসেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। নির্দেশিকায় অ্যাক্সিস ব্যাঙ্ক জানিয়েছে, ১৫ ডিসেম্বর পর বুক করা কিংবা পুনরায় চালানো কোনও ফিক্সড ডিপোজ়িটেই আর মেয়াদ ভাঙার জরিমানা দিতে হবে না।
এই নিয়ম সিনিয়র ও নন সিনিয়র, দুই ধরনের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যান্য ব্যাঙ্কেও যে কোনও সময় ফিক্সড ডিপোজ়িট ভাঙা যায়, কিন্তু সেক্ষেত্রে জরিমানা জমা দিতে হয়। কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের নতুন নিয়মে কোনও জরিমানা দিতে হবে না। অন্যান্য ব্যাঙ্কে ০.৫ থেকে ১ শতাংশ টাকা জরিমানা দিতে হয় ফিক্সড ডিপোজ়িট ভাঙলে।
কী করে বন্ধ করা হয় ফিক্সড ডিপোজ়িট অ্যাকাউন্ট?
অফলাইন ও অনলাইন দুই ভাবেই ফিক্সড ডিপোজ়িট ভাঙা যায়। অফলাইনে ফিক্সড ডিপোজ়িট ভাঙতে হলে এফডি রিসিপ্ট নিয়ে ব্যাঙ্কে গিয়ে ফিক্সড ডিপোজ়িট ভাঙার কাজ করতে হয়। কিছু কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে অনলাইনেও ফিক্সড ডিপোজ়িট ভাঙা যায়।
আরও পড়ুন: পিএফে ৮.৫ শতাংশ সুদ ঘোষণা করেছে কেন্দ্র! কীভাবে দেখবেন পাসবুক? জেনে নিন