পিএফে ৮.৫ শতাংশ সুদ ঘোষণা করেছে কেন্দ্র! কীভাবে দেখবেন পাসবুক? জেনে নিন
এসএমএস, মিসড কল, উমঙ্গ অ্যাপ (UMANG)ও EPFO ওয়েব সাইটের মাধ্যমে জানা যায় প্রভিনেন্ট ফান্ডে কত টাকা রয়েছে।
কলকাতা: কয়েক দিন আগেই শ্রমমন্ত্রক জানিয়েছে, ৮.৫ শতাংশ সুদ পাবেন প্রভিনেন্ট ফান্ডের গ্রাহকরা। কিন্তু কীভাবে দেখবেন কত টাকা রয়েছে আপনার প্রভিনেন্ট অ্যাকাউন্টে! এসএমএস, মিসড কল, উমঙ্গ অ্যাপ (UMANG)ও EPFO ওয়েব সাইটের মাধ্যমে জানা যায় প্রভিনেন্ট ফান্ডে কত টাকা রয়েছে।
কীভাবে উমঙ্গ (UMANG) অ্যাপের মাধ্যমে জানা যাবে কত টাকা রয়েছে পিএফ অ্যাকাউন্টে?
* গুগল প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে উমঙ্গ (UMANG) অ্যাপ ইনস্টল করতে হবে। * এরপর উমঙ্গ অ্যাপ চালু করে পছন্দের ভাষা বেছে নিতে হবে। * ফোন নম্বর দিয়ে ভেরিফাই ও রেজিস্ট্রেশন করতে হবে। *এরপর ‘অল সার্ভিস’-এ ক্লিক করতে হবে। *এরপর ‘EPFO’ অপশনে ক্লিক করতে হবে। * এরপর ‘ভিউ পাসবুক’ অপশনে ক্লিক করতে হবে। * ক্লিক করার পর ইউএএন নম্বর দিলে ওটিপি আসবে। * ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। * এরপর পাসবুক দেখা যাবে।
গত বছরের সেপ্টেম্বর মাসে এম্পলইজ ফান্ড অরগানাইজেশন ৮.৫ শতাংশ সুদকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। যেখানে প্রথম দফার কিস্তিতে ৮.১৫ শতাংশ হারে ও দ্বিতীয় দফায় ০.৩৫ শতাংশ হারে সুদ দেওয়ার কথা ছিল। তারপর অবশ্য সূত্র মারফত শ্রমমন্ত্রক থেকে অর্থমন্ত্রকের কাছে এককালীন ৮.৫ শতাংশ সুদের প্রস্তাবনা পাঠানোর বিষয়টিও প্রকাশ্যে এসেছিল। কয়েক দিন আগেই সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার।
আগে EPFO জানিয়েছিল, তারা প্রথমে ৮.১৫ শতাংশ সুদ দেবে। বাকি ০.১৫ শতাংশ সুদ তারা ইটিএফ বিক্রি করে দেবে। কিন্তু লকডাউন উঠে যাওয়ায় ও বাজার সচল হওয়ায় এককালীন ৮.৫ শতাংশ সুদ দিতেও কোনও অসুবিধা হবে না।
আরও পড়ুন: কীভাবে আটকাবেন এটিএম জালিয়াতি? উত্তর দিল স্টেট ব্যাঙ্ক