বিশালাকার ২টি আড় মাছ ধরা পড়ল জেলেদের জালে। সংকোশ নদী থেকে মাছ ২টি পাওয়া গিয়েছে। একটি পাওয়া গিয়েছে শনিবার। অপরটি জামাইষষ্ঠীর দিন রবিবার।
শনিবার সন্ধ্যায় অসম-বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়ি সংলগ্ন এলাকায় একটি আড় মাছ ধরা পড়েছে। সংকোশ নদী থেকে পাওয়া ওই আড় মাছটির ওজন ৮৫ কেজি। সেখানকার স্থানীয় বাসিন্দা আবুবক্কর সিদ্দিকির জালে ধরা পড়েছে মাছটি। ধুবুরি জেলার মাছ বিক্রেতারা কিনেছেন ৮৫ কেজি ওজনের মাছটি।
রবিবার সকালে কোচবিহার জেলার নাজিরান দেওতিখাতা এলাকায় অপর আড় মাছটি ধরা পড়েছে। এটিও ধরা পড়েছে সংকোশ নদীতেই। মাছটির ওজন প্রায় ৬২ কেজি। স্থানীয় জেলে, সোলেমান শেখ, নুরুদ্দিন শেখ, সিরাজুল শেখ, রিয়াজুল শেখদের জালে ধরা পড়েছে মাছটি।
কোচবিহারে পাওয়া ৬২ কেজি ওজনের মাছটি বিক্রি হয়েছে ৩২ হাজার টাকায়। আলিপুরদুয়ার জেলায় পাওয়া ৮৫ কেজি ওজনের মাছটি বিক্রি হয়েছে ৪৮ হাজার টাকায়।
বিশালাকার বাঘা আড় ওঠতেই, সেই খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। তা দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।