TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার
Dec 19, 2022 | 11:13 AM
খেলা তখন ৭৯.৪০ মিনিট। বিশ্বকাপ ফাইনালে প্রথম গোল ফ্রান্সের। সৌজন্যে কিলিয়ান এমবাপে। পেনাল্টি থেকে গোল ফ্রান্সের। গোল করলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে ছয় নম্বর গোল এমবাপের। ম্যাচে জমি খুঁজে পেল ফ্রান্স। স্কোরলাইন তখন দাঁড়াল আর্জেন্টিনা ২-১ ফ্রান্স।
সেকেন্ডের ব্যবধানে ম্যাচের মোড় ঘোরালেন ২৩ বছরের কিলিয়ান এমবাপে। আরও একটি গোল ফরাসি স্ট্রাইকারের। সমতায় ফিরল ফ্রান্স।
১১৮ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল এমবাপের। আর্জেন্টিনা-ফ্রান্সের স্কোরবোর্ড তখন ৩-৩। ফ্রান্সের তিনটি গোলেরই ক্রেডিট এমবাপের।
১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালের পর, এই প্রথম কোনও বিশ্বকাপ ফাইনালে গোলের হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকের দাবিদার কিলিয়ান এমবাপে। '৬৬-তে ইংল্যান্ডের জিওফ হার্স্টের এই রেকর্ড ছিল। ৫৬ বছরে কেউ ভাঙতে পারেনি সেই রেকর্ড। এমবাপে ভাঙলেন।
ম্যাচ গড়ায় টাইব্রেকার অবধি। প্রথমেই এমবাপের পেনাল্টি শট। এ বারও তিনি গোল করেছিলেন। যদিও শেষ অবধি ৪-২'এ এ বারের বিশ্বকাপ আর্জেন্টিনার।