TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jan 26, 2023 | 5:32 PM
সারা দেশ আজ ৭৪তম সাধারণতন্ত্র দিবস পালন করছে। দেশবাসীর কাছে স্মরণীয় দিন। তবে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির কাছে ২৬ জানুয়ারি দিনটি আরও একটি বিশেষ কারণের জন্য স্মরণীয়। (ছবি:টুইটার)
২০১২ সালে আজকের দিনে অর্থাৎ ১১ বছর আগে টেস্ট ফরম্যাটে প্রথম শতরান হাঁকিয়েছিলেন বিরাট (ছবি:টুইটার)
প্রথম সবকিছুই যেমন স্পেশাল হয়, তেমনই বিরাটের কাছে প্রথম শতরানের দিনটি স্পেশাল। (ছবি:টুইটার)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে ১১৬ বলে ২১৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। ১১টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি ছিল তাঁর ইনিংসে।(ছবি:টুইটার)
১১ বছরের মধ্যে টেস্ট ফরম্যাটে ২৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট।(ছবি:টুইটার)
বিরাটের কাছে ম্যাচটি স্মরণীয় হলেও দল হিসেবে ২০২১ সালের অ্যাডিলেড টেস্ট ভুলে যেতে চাইবেন বিরাট। ২৯৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল ভারত। (ছবি:টুইটার)
মাঝের কয়েকটা বছর ব্যাট হাতে খরা চলললেও বর্তমানে পুরনো ফর্মে ফিরে এসেছেন কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শতরান হাঁকিয়েছেন। ওডিআই ফরম্যাটে তাঁর শতরানের সংখ্যা এখন ৪৬। মোট ৭৪টি।(ছবি:টুইটার)
সচিন তেন্ডুলকরের ১০০ শতরানের রেকর্ডের ভাঙার লক্ষ্যে ধীরে ধীরে এগোচ্ছেন বিরাট।(ছবি:টুইটার)