মন থেকে কিছু চাইলে তা পূরণ করতে পুরো ব্রহ্মাণ্ড তোমার জন্য চেষ্টা করবে—এই সংলাপ ছিল শাহরুখ খান, দীপিকা অভিনীত ছবি ওম শান্তি ওম-এর। আর এটাই যেন মিলে গেল কার্তিক আরিয়ানের জীবনের সঙ্গে। গোয়ালিওরে বড় হওয়া কার্তিকের স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। মুম্বই পড়তে আসাও সেই জন্য।
ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলেন তিনি। কলেজে পড়াশোনা করার সময়ই মডেলিং শুরু করেন ইউনিভার্সিটিতে। কলেজ না করে তিনি অডিশন দিতে যেতেন। প্রথম ছবি সাক্ষর না হওয়া পর্যন্ত বাড়িতে তাঁর স্বপ্নের কথা জানাননি কার্তিক।
প্রথম ছবি লভ রঞ্জনের ‘প্যায়ার কা পাঞ্চনামা’। প্রথম ছবিতে তাঁর একটি মিনিট পাঁচের মনোলোগ ছিল, যেখানে মহিলারা কেন দর্শকদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে না সেই নিয়ে একটানা বলে যান। আর মজার এই দৃশ্যই তাঁকে রাতারাতি তারকা করে দেয় প্রথম ছবি থেকেই।
ইঞ্জিনিয়ারিং শেষ করার পর তিনি আবার কয়েকটি ছবি করেন। আকাশবাণী, কাঞ্চি প্রমুখ। তবে সেই সব ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে হার না মেনে লভ রঞ্জনেরই ‘প্যায়ার কা পাঞ্চনামা ২’ ছবি দিয়ে তিনি আবার ব্যাক করেন ইন্ডাস্ট্রিতে।
কার্তিক এরপর একের পর এক হিট ছবি দিতে থাকেন ইন্ডাস্ট্রিতে। যার মধ্যে ‘লুকা ছিপা’, ‘পতি পত্নী অর ওহ’ রয়েছে। আর এই বছরের হিটের খরা তো তিনিই কাটিয়েছেন তাঁর ‘ভুল ভুলাইয়া ২’ ছবি দিয়ে। এখন তাঁকে ইন্ডাস্ট্রিতে তাঁকে হিট মেশিনও বলা হচ্ছে।
করণ জোহরের প্রযোজনা সংস্থার ছবি দোস্তানা ২ থেকে বাদ গেলেও তিনি এখন অনেক পরিচালক, প্রযোজকের পছন্দের তালিকায় রয়েছেন। আগামী মাসে ২ তারিখ তাঁর ‘ফেডি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। এরপর আসছে কৃতি শ্যাননের সঙ্গে ‘শেহজাদা’ আগামী বছর ফেব্রুয়ারিতে। শুটিং চলছে কিয়ারা আডবাণীর সঙ্গে ‘সত্যকাম কি প্রেম কথা’। রয়েছে ‘আশিকি ৩’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবি।