Indian Cricketers: কারও জন্ম ব্রাজিলে, কেউ মালয়েশিয়ায়; তবু বাইশ গজে খেলেছেন ভারতের জার্সিতে
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Feb 01, 2023 | 1:07 PM
ভিন দেশে জন্ম। সেখানেই বেড়ে ওঠা। তবে ক্রিকেটে কেরিয়ার গড়তে এরা সকলেই এসে ঠাঁই নিয়েছিলেন ভারতে। ভারতের জার্সি গায়ে খেলেছেন, অর্থ, খ্যাতি সবই অর্জন করেছেন। তেমনই জনা চারেক ক্রিকেটারকে নিয়ে এই প্রতিবেদন? কোথা থেকে এসেছিলেন, বর্তমানে কী করছেন? চেষ্টা করা হল তুলে ধরার।
1 / 8
এ যাবৎ ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করেছেন পাঁচশোর বেশি খেলোয়াড়। সংখ্যায় খুব কম হলেও তাঁদের মধ্যেই রয়েছেন বিদেশে জন্মানো ভারতীয় ক্রিকেটার। এমনিতে পাকিস্তান ও বাংলাদেশের শহরে জন্মানো ক্রিকেটাররা এদেশের হয়ে খেলেছেন। তখন অবশ্য দেশভাগ হয়নি। (ছবি:টুইটার)
2 / 8
অশোক গণ্ডোত্রা (ব্রাজিল): অশোক গণ্ডোলার জন্ম ব্রাজিলের রিও ডি জেনেইরোতে। বিশ্বের একমাত্র টেস্ট খেলোয়াড় যাঁর জন্ম ব্রাজিলের। গণ্ডোত্রা পরিবার আদতে দিল্লির বাসিন্দা, তবে পোস্টিং ছিল ব্রাজিলে।(ছবি:টুইটার)
3 / 8
১৯৬৯ সালে অশোক গণ্ডোত্রা ভারতের হয়ে দুটো টেস্ট খেলার সুযোগ পাবেন। দুই ম্যাচে রান সংখ্যা ৫৪। সেটাই প্রথম এবং শেষ। তবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন গণ্ডোত্রা। (ছবি:টুইটার)
4 / 8
সেলিম দুরানি (আফগানিস্তান): দেশের প্রাক্তন অলরাউন্ডার সেলিম দুরানির জন্ম হয়েছিল আফগানিস্তানে। ১৯৬০ সালে ভারতীয় দলে অভিষেক হয় দুরানির। (ছবি:টুইটার)
5 / 8
১৯৬০-১৯৭৩ সাল পর্যন্ত ২৯টি টেস্ট খেলেছেন। ১২০২ রানের পাশাপাশি ৭৫টি উইকেটও নিয়েছেন। পেয়েছেন অর্জুন পুরস্কার।(ছবি:টুইটার)
6 / 8
লাল সিং (মালয়েশিয়া): ভারতের প্রথম টেস্ট দলের অংশ ছিলেন লাল সিং। জন্ম মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৩২ সালে প্রথম টেস্ট ম্যাচে লাল সিং ৪৪ রান করেছিলেন। ৩২ ম্যাচের প্রথম শ্রেণির কেরিয়ারের ১১২৩ রান রয়েছে তাঁর।(ছবি:টুইটার)
7 / 8
রবিন সিং (ত্রিনিদাদ ও টোব্যাগো): প্রাক্তন অলরাউন্ডার রবিন সিংয়ের জন্ম হয়েছিল ক্যারিবিয়ানে। তাঁর পূর্বসূরীরা আজমের থেকে ত্রিনিদাদে চলে গিয়েছিলেন। ১৯ বছর বয়সে রবিন সিং চেন্নাই আসেন পড়াশোনার জন্য। তারপর এখানেই ক্রিকেট কেরিয়ার শুরু এবং এ দেশেই পাকাপাকিভাবে থেকে যান।(ছবি:টুইটার)
8 / 8
রবিন সিংয়ের বাবা-মা এখনও ত্রিনিদাদে থাকেন। ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার রবিন ১টি টেস্ট এবং ১৩৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সের সাপোর্ট স্টাফ ছিলেন। একসময় ভারতীয় দলের ফিল্ডিং কোচও ছিলেন। (ছবি:টুইটার)