TV9 Bangla Digital | Edited By: megha
Dec 05, 2022 | 4:10 PM
ডিসেম্বর পড়তেই হাড়ে-হাড়ে টের পাওয়া যাচ্ছে ঠান্ডা। যদিও এই শীতের আমেজ উপভোগ করতে বাঙালির মন্দ লাগছে না। কিন্তু ত্বকের কথা ভেবে দেখেছেন? শুষ্ক আবহাওয়ায় ত্বকের যে দফা-রফা অবস্থা।
শুষ্ক ত্বকের সমস্যায় ব্যবহার মধু। মধুর মধ্যে থাকা অ্যান্টি-ব্যাটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বককে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। পাশাপাশি শীতে ত্বককের আর্দ্রতা বজায় রাখে মধু। কীভাবে এই ভেষজ উপাদানটা রূপচর্চায় ব্যবহার করবেন, দেখে নিন...
২ চামচ কাঁচা দুধের সঙ্গে ২ চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। মিনিট কুড়ি রাখার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। একদিন অন্তর এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।
দুধের বদলে টক দইও ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। টক দইয়ের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের উপর লাগান। ২ মিনিট হালকা হাতে মালিশ করুন। কিছুক্ষণ রাখার পর মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা বাড়াবে।
ত্বকের দাগছোপ তুলতে মধুর সঙ্গে লেবুর রস ব্যবহার করতে পারেন। এক চামচ ভেষজ মধু নিন। তাতে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের উপর ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখে ধুয়ে ফেলুন।
ব্রণর সমস্যায় মধু ও অ্যালোভেরার ফেসপ্যাক ব্যবয়ার করতে পারেন। ২ চামচ মধু নিন। এতে ১ চামচ অ্যালোভেরা জেল এবং ১/৪ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ৫-১০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখে ধুয়ে ফেলুন।