TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jan 20, 2022 | 12:26 PM
বন্য় পাহাড়ের মধ্যিখানে অবস্থিত ঋষিকেশ হল ভারতের অন্যতম আধ্যাত্মিক ও যোগার রাজধানী। সারাবিশ্ব থেকে মানুষ এখানকার নির্জন পরিবেশের মধ্যে মানসিক শান্তির খোঁজে আসেন।
ঋষিকেশ সম্বন্ধে বেশ কিছু চমকপ্রদ তথ্য রয়েছে, যা অনেকেই জানেন না। অজানা তথ্যগুলি জানলে আপনার চিন্তাভাবনা প্রসারিত হবেই।
ঋষিকেশকে তপোভূমিও বলা হয়। আবার বিশ্বের অন্যতম যোগার রাজধানী নামেও পরিচিত। সারা বিশ্বের মানুষ শান্তি ও নির্জনতার সন্ধানে এই অসাধারণ জায়গায় আসেন। প্রকৃতির কোলে ধ্যান ও যোগব্যায়াম করার জন্য রয়েছে বিখ্যাত আশ্রম।
ঋষিকেশে অ্যালকোহল পান করা ও আমিষ ভোজন খুঁজলেও পাবেন না। এই পবিত্রভূমিটি দেশের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানও বটে। সেই কারণে এখানে অ্যালকোহল ও আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ।
ঋষিকেশে রয়েছে ১৩৩ বছরের পুরনো বিখ্যাত কৈলাস আশ্রম ব্রহ্মবিদ্যা পীঠমের বাড়ি। যেখানে মহাল কৈলাস আশ্রম শাস্ত্রীয় বেদান্ত অধ্যায়ন সংরক্ষণ ও প্রচারের জন্য নিবেদিত। এখানে স্বামী রানা তীর্থ, স্বামী বিবেকানন্দ, স্বামী শিবাবন্দের মত ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
উত্তরাখণ্ডের চারধাম যাত্রার প্রবেশদ্বার হিসেবে কাজ করে। উত্তরাখণ্ডের চারধাম গন্তব্য হল কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী।
প্রকৃতির অপার সৃষ্টি এখানে বিদ্যমান। দুঃসাহসিক কার্যকলাপের জন্যও পরিচিত। রিভার র্যাফটিং, ক্যাম্পিং, ট্রেকিং, প্যারাগ্লাইডিং এবং বাঞ্জি জাম্পিংয়ের মতো অসংখ্য আকর্ষণীয় অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে। দেশের বাঞ্জি জাম্পিং চালু করা প্রথম শহর হল ঋষিকেশ।