World Olympic Day: লি থেকে নীরজ, অলিম্পিকসের মঞ্চে দেশের গর্বরা
অ্যাথলিটদের কাছে অলিম্পিকসে পদক জয় বিশ্বজয়ের সমান। এই মঞ্চে রঙিন পদকে কামড় দেওয়ার অভিজ্ঞতা হয়েছে এদেশের অ্যাথলিটদের। 1920 সালে অন্তরেপ অলিম্পিকস দিয়ে সামার গেমসে পা পড়ে ভারতের। একশো বছরের ইতিহাসে এই মঞ্চ দেশকে কয়েকজন সেরা তারকা উপহার দিয়েছে। আজ বিশ্ব অলিম্পিকস দিবসে দেখে নেওয়া যাক ব্যক্তিগত বিভাগে পদকজয়ী সেরা ভারতীয় তারকাদের।
Most Read Stories