Auto Expo 2023: সত্য়িই অভিন্ন! প্রজাপতির ডানার মতো দরজা নিয়ে হাজির Tata Avinya

5 Best Looking Cars: বছর দুয়েকের সাময়িক বিরতি নিয়ে আবারও 2023-এ শুরু হয়েছে অটো এক্সপো। 2023-এর অটো এক্সপোর তালিকায় যুক্ত হয়েছে, বেশ কিছু রূপসী গাড়ির। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

| Edited By: | Updated on: Jan 15, 2023 | 1:19 PM
12 জানুয়ারি থেকে নয়ডায় অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম অটোমোবাইল শো Auto Expo-2023। তবে 2020 সালে শেষ অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টটি। বছর দুয়েকের সাময়িক বিরতি নিয়ে আবারও 2023-এ শুরু হয়েছে অটো এক্সপো। 2023-এর অটো এক্সপোর তালিকায় যুক্ত হয়েছে, বেশ কিছু রূপসী গাড়ির। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

12 জানুয়ারি থেকে নয়ডায় অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম অটোমোবাইল শো Auto Expo-2023। তবে 2020 সালে শেষ অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টটি। বছর দুয়েকের সাময়িক বিরতি নিয়ে আবারও 2023-এ শুরু হয়েছে অটো এক্সপো। 2023-এর অটো এক্সপোর তালিকায় যুক্ত হয়েছে, বেশ কিছু রূপসী গাড়ির। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

1 / 6
Lexus LC500h: Lexus LC500h গাড়িটি Auto Expo 2023-র মঞ্চে হাজির হয়েছিল। এটি ছাড়াও সংস্থা তাদের নতুন Lexus RX-এর উপর থেকেও পর্দা সরিয়েছে। যা আগামীতে ভারতে লঞ্চ করতে চলেছে। এদিকে LC500h-তে দেওয়া হয়েছে নতুন ডিজাইন এবং হাইব্রিড পাওয়ারট্রেন।

Lexus LC500h: Lexus LC500h গাড়িটি Auto Expo 2023-র মঞ্চে হাজির হয়েছিল। এটি ছাড়াও সংস্থা তাদের নতুন Lexus RX-এর উপর থেকেও পর্দা সরিয়েছে। যা আগামীতে ভারতে লঞ্চ করতে চলেছে। এদিকে LC500h-তে দেওয়া হয়েছে নতুন ডিজাইন এবং হাইব্রিড পাওয়ারট্রেন।

2 / 6
Hyundai Ioniq 5: ভারতীয় ইলেকট্রিক মার্কেটে আলোড়ন তৈরি করে Hyundai তাদের নতুন ইলেকট্রিক গাড়ি Hyundai Ioniq 5, Auto Expo 2023 এ লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই বড় ইভেন্টে ই-কারের দামও প্রকাশ করেছে।ভারতে এই ই-কারটি লঞ্চের আগেই বুকিং শুরু হয়ে গেছে। এর জন্য গ্রাহকদের 1 লাখ টাকা দিতে হবে।

Hyundai Ioniq 5: ভারতীয় ইলেকট্রিক মার্কেটে আলোড়ন তৈরি করে Hyundai তাদের নতুন ইলেকট্রিক গাড়ি Hyundai Ioniq 5, Auto Expo 2023 এ লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই বড় ইভেন্টে ই-কারের দামও প্রকাশ করেছে।ভারতে এই ই-কারটি লঞ্চের আগেই বুকিং শুরু হয়ে গেছে। এর জন্য গ্রাহকদের 1 লাখ টাকা দিতে হবে।

3 / 6
Tata Avinya: ভারতের অটোকার জায়েন্ট Tata Motors তাদের Tata Avinya নামক কনসেপ্ট গাড়িটির উপর থেকে পর্দা সরিয়েছে। এই বৈদ্যুতিক মডেলটি ছাড়াও তালিকায় রয়েছে Harrier EV ও Sierra EV-এর নাম। এতে বসার পর্যাপ্ত জায়গা থাকবে এবং যাত্রীরা উন্নত সুবিধা পাবেন বলে দাবি সংস্থাটির। এতে হরাইজন উইং ডোর দেওয়া হয়েছে, এর বাইরে এলইডি লাইট বার যুক্ত করা হয়েছে। এর মূল আকর্ষন হল এর দরজাদু'টি  প্রজাপতির ডানার মতো।

Tata Avinya: ভারতের অটোকার জায়েন্ট Tata Motors তাদের Tata Avinya নামক কনসেপ্ট গাড়িটির উপর থেকে পর্দা সরিয়েছে। এই বৈদ্যুতিক মডেলটি ছাড়াও তালিকায় রয়েছে Harrier EV ও Sierra EV-এর নাম। এতে বসার পর্যাপ্ত জায়গা থাকবে এবং যাত্রীরা উন্নত সুবিধা পাবেন বলে দাবি সংস্থাটির। এতে হরাইজন উইং ডোর দেওয়া হয়েছে, এর বাইরে এলইডি লাইট বার যুক্ত করা হয়েছে। এর মূল আকর্ষন হল এর দরজাদু'টি প্রজাপতির ডানার মতো।

4 / 6
Maruti Suzuki eVX: এবারের অটো এক্সপো-র প্রথম দিনে কনসেপ্ট ইলেকট্রিক এসইউভি eVX-এর উপর থেকে পর্দা সরিয়েছে Maruti Suzuki। কনসেপ্ট গাড়িটিতে ফিউচারিস্টিক এসইউভি-র ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। এটি ফুল চার্জে ৫৫০ কিমি পর্যন্ত ছুটতে পারবে বলে অনুমান।

Maruti Suzuki eVX: এবারের অটো এক্সপো-র প্রথম দিনে কনসেপ্ট ইলেকট্রিক এসইউভি eVX-এর উপর থেকে পর্দা সরিয়েছে Maruti Suzuki। কনসেপ্ট গাড়িটিতে ফিউচারিস্টিক এসইউভি-র ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। এটি ফুল চার্জে ৫৫০ কিমি পর্যন্ত ছুটতে পারবে বলে অনুমান।

5 / 6
Kia EV9: দক্ষিণ কোরিয়ান সংস্থা Kia Motors তাদের EV9 বৈদ্যুতিক মডেলটির আত্মপ্রকাশ ঘটিয়েছে। EV6-এর পর এটি হল এদেশের সংস্থার দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। এটির দৈর্ঘ্য 4,930 মিমি, প্রস্থ 2,055 মিমি, উচ্চতা 1,790 মিমি এবং এর হুইলবেস 3,100 মিমি। যদিও কোম্পানিটি এর ইন্টেরিয়র সম্পর্কে কিছু প্রকাশ করেনি। কেবলমাত্র ভারতীয়দের জন্য ডিজাইন করা হয়েছে গাড়িটি।

Kia EV9: দক্ষিণ কোরিয়ান সংস্থা Kia Motors তাদের EV9 বৈদ্যুতিক মডেলটির আত্মপ্রকাশ ঘটিয়েছে। EV6-এর পর এটি হল এদেশের সংস্থার দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। এটির দৈর্ঘ্য 4,930 মিমি, প্রস্থ 2,055 মিমি, উচ্চতা 1,790 মিমি এবং এর হুইলবেস 3,100 মিমি। যদিও কোম্পানিটি এর ইন্টেরিয়র সম্পর্কে কিছু প্রকাশ করেনি। কেবলমাত্র ভারতীয়দের জন্য ডিজাইন করা হয়েছে গাড়িটি।

6 / 6
Follow Us: