Janmashtami 2021: ‘গোকূলাষ্টমী’তে দর্শন করুন বিখ্যাত এই ৫ কৃষ্ণ মন্দির!

জন্মাষ্টমীর আগে কৃষ্ণকে নিয়ে নানা তথ্য বা পৌরাণিক ইতিহাসের গুরুত্ব কোনও অংশে কমে না। জন্মাষ্টমী যা গোকূলষ্টোমী নামেও পরিচিত। হিন্দুদের একটি অন্যতম সেরা উত্সব বলা যেতে পারে। কারণ এই পুজো এখন একটি রাজ্যে বা এলাকায় আটকে নেই, এখন সারা ভারত ও বিদেশেও এই পার্বণ ধুমধাম করে পালিত হচ্ছে।

| Edited By: | Updated on: Aug 28, 2021 | 11:37 PM
কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী এবং শ্রীকৃষ্ণজয়ন্তী প্রভৃতি বিভিন্ন নামে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়।  ইংরেজি ক্য়ালেন্ডার অনুযায়ী প্রতিবছর অগস্ট-সেপ্টেম্বর মাসে এই জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানটি পালিত হয়ে থাকে। এই দিন সকল ভক্তরা উপবাস করে, মন্দিরে কৃষ্ণনাম করে, কৃষ্ণের জন্য নাচ-গান-অনুষ্ঠান করেন।

কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী এবং শ্রীকৃষ্ণজয়ন্তী প্রভৃতি বিভিন্ন নামে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়। ইংরেজি ক্য়ালেন্ডার অনুযায়ী প্রতিবছর অগস্ট-সেপ্টেম্বর মাসে এই জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানটি পালিত হয়ে থাকে। এই দিন সকল ভক্তরা উপবাস করে, মন্দিরে কৃষ্ণনাম করে, কৃষ্ণের জন্য নাচ-গান-অনুষ্ঠান করেন।

1 / 7
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ২০২১ সালে কৃষ্ণজন্মাষ্টমী পড়েছে আগামী ৩০ অগস্ট। সোমবার পালিত হবে এই বিশেষ অনুষ্ঠান। মনে করা হয়, এই সময় শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই ওই মুহূর্তে বিশেষ পুজাপাঠ করা হয়ে থাকে।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ২০২১ সালে কৃষ্ণজন্মাষ্টমী পড়েছে আগামী ৩০ অগস্ট। সোমবার পালিত হবে এই বিশেষ অনুষ্ঠান। মনে করা হয়, এই সময় শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই ওই মুহূর্তে বিশেষ পুজাপাঠ করা হয়ে থাকে।

2 / 7
দ্বারকাধীশ মন্দির, দ্বারকা: দ্বারকাধীশ মন্দির জগৎ মন্দির নামেও পরিচিত।  আদি শঙ্করাচার্যের পরিদর্শন করা চার ধাম স্থানগুলির মধ্যে একটি। মন্দিরটি আরব সাগরের তীরে এবং গুজরাটের গোমতী নদীর তীরে অবস্থিত।

দ্বারকাধীশ মন্দির, দ্বারকা: দ্বারকাধীশ মন্দির জগৎ মন্দির নামেও পরিচিত। আদি শঙ্করাচার্যের পরিদর্শন করা চার ধাম স্থানগুলির মধ্যে একটি। মন্দিরটি আরব সাগরের তীরে এবং গুজরাটের গোমতী নদীর তীরে অবস্থিত।

3 / 7
গুরুভায়ুর মন্দির, কেরালা:   এই মন্দির পৃথিবীবিখ্যাত। বিষ্ণুর পবিত্র আবাস এবং দক্ষিণ ভারতের দ্বারকা নামেও পরিচিত। মন্দিরটি ১৬৩৮ সালে নির্মিত।

গুরুভায়ুর মন্দির, কেরালা: এই মন্দির পৃথিবীবিখ্যাত। বিষ্ণুর পবিত্র আবাস এবং দক্ষিণ ভারতের দ্বারকা নামেও পরিচিত। মন্দিরটি ১৬৩৮ সালে নির্মিত।

4 / 7
বাঁকে বিহারী মন্দির, উত্তর প্রদেশ: এই মন্দিরের কৃষ্ণমূর্তি দাঁড়িয়ে রয়েছেন। মন্দিরটি বৃন্দাবনে অবস্থিত। এই মন্দিরের বিশেষত হল, এখানে কৃষ্ণ ত্রিভঙ্গ মূর্তিতে বিরাজ করেন। অর্থাত্‍ তিনটি বাঁকে মানে তিন জায়গায় ভাঁজ করে দাঁড়িয়ে রয়েছেন। এই কৃষ্ণ কুঞ্জবিহারী নামেও পরিচিত।

বাঁকে বিহারী মন্দির, উত্তর প্রদেশ: এই মন্দিরের কৃষ্ণমূর্তি দাঁড়িয়ে রয়েছেন। মন্দিরটি বৃন্দাবনে অবস্থিত। এই মন্দিরের বিশেষত হল, এখানে কৃষ্ণ ত্রিভঙ্গ মূর্তিতে বিরাজ করেন। অর্থাত্‍ তিনটি বাঁকে মানে তিন জায়গায় ভাঁজ করে দাঁড়িয়ে রয়েছেন। এই কৃষ্ণ কুঞ্জবিহারী নামেও পরিচিত।

5 / 7
পান্ধারপুর, বিঠলা রুক্মিণী মন্দির (মহারাষ্ট্র): এই মন্দিরটি বিঠাল এবং রুখুমাই (ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর স্ত্রী রুক্মিণী) -কে উত্‍সর্গ করে নির্মিত। চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত।

পান্ধারপুর, বিঠলা রুক্মিণী মন্দির (মহারাষ্ট্র): এই মন্দিরটি বিঠাল এবং রুখুমাই (ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর স্ত্রী রুক্মিণী) -কে উত্‍সর্গ করে নির্মিত। চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত।

6 / 7
কৃষ্ণ জন্মভূমি মন্দির, মথুরা: উত্তর প্রদেশের মথুরা জেলার মল্লাপুরে অবস্থিত কৃষ্ণ জন্মভূমি মন্দিরটি কৃষ্ণের জন্মস্থান হিসেবে সবচেয়ে বিখ্যাত। কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরটিকে আলো ও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়।

কৃষ্ণ জন্মভূমি মন্দির, মথুরা: উত্তর প্রদেশের মথুরা জেলার মল্লাপুরে অবস্থিত কৃষ্ণ জন্মভূমি মন্দিরটি কৃষ্ণের জন্মস্থান হিসেবে সবচেয়ে বিখ্যাত। কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরটিকে আলো ও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়।

7 / 7
Follow Us: