Pneumonia: শীতকালে সর্দি-কাশি লেগেই থাকে? নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে এই মরশুমে যা কিছু খাবেন…
TV9 Bangla Digital | Edited By: megha
Dec 07, 2022 | 7:45 AM
Winter Food: শীতে সর্দি-কাশির সমস্যা দেখা দেয়। অবস্থার অবনতি ঘটলে নিউমোনিয়ার মতো মারাত্মক রোগও বাসা বাঁধে শরীরে। কিন্তু আপনি চাইলে প্রথম থেকেই নিউমোনিয়া ঝুঁকি এড়াতে পারবেন। এর জন্য ডায়েটে রাখুন এই মরশুমি খাবারগুলো।
1 / 6
শীতে সর্দি-কাশির সমস্যা দেখা দেয়। অবস্থার অবনতি ঘটলে নিউমোনিয়ার মতো মারাত্মক রোগও বাসা বাঁধে শরীরে। কিন্তু আপনি চাইলে প্রথম থেকেই নিউমোনিয়া ঝুঁকি এড়াতে পারবেন। এর জন্য ডায়েটে রাখুন এই মরশুমি খাবারগুলো।
2 / 6
শীতের মরশুমে তাজা সবজি পাওয়া যায়। এই সময় পালং শাক, বাঁধাকপি, ব্রকোলি, ফুলকপি, বিটরুট, গাজরের মতো সবজি খেতে পারেন। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় পুষ্টিতে পরিপূর্ণ। এই খাবারগুলো শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে।
3 / 6
শীতের মরশুমে পাতিলেবু, কমলালেবু, বেরি, কিউই সহজেই পাওয়া যায়। এই ফলগুলোর মধ্যে ভিটামিন সি রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরকে জীবাণুর হাত থেকে রক্ষা করতে এই খাবারগুলো দারুণ উপযোগী।
4 / 6
এই শীতে নিজেকে সুস্থ রাখতে মধু খান। মধুর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে। মধু কাশির সমস্যা দূর করতে সাহায্য করে। রোজ এক চামচ করে ভেষজ মধু খেলে আপনি নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে পারবেন।
5 / 6
শীতের সব সমস্যার সমাধান রয়েছে আদার কাছে। আদা হল শীতের সুপারফুড। এর মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান বুকে শ্লেষ্মা জমতে দেয় না। পাশাপাশি সর্দি, কাশির সমস্যা কমায়।
6 / 6
সারা শীতে জুড়ে যদি আপনি সর্দি, কাশির সমস্যায় ভোগেন, তাহলে ভেষজ চা পান করতে পারেন। ভেষজ চায়ের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।