TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jul 03, 2022 | 9:03 PM
বিভিন্ন রকম লঙ্কা, গরুর দুধ, চিজ আর চিকেন দিয়ে বানানো হয় এই স্ট্যু। নাম এমা দাৎসি
লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, আদা-রসুন আর আচার দিয়ে বানানো হয় ঝাল ঝাল চিকেন মারু
মোমোর জন্মস্থল এই ভুটান। আর তাই এখানকার মোমোর স্বাদই আলাদা। এখানে এলে মোমো চেখে দেখতে ভুলবেন না
পর্ক, চিলি পাউডার আর লাল কাঁচা লঙ্কার সঙ্গে লাল চালের ভাত দিয়ে বানানো হয় ফাসকা পা
ভুটানে থুকপার স্বাদই আলাদা। বাড়ির বানানো ন্যুডলস দিয়ে তৈরি করা হয় এই থুকপা। এছাড়াও ভুটানের যে কোনও অনুষ্ঠানেই মেনু হিসেবে প্রাধান্য পায় থুকপা।