Vastu Tips: আর্থিক অনটন, সংসারে অশান্তি? এই টোটকাতেই জীবনে আসবে বদল
TV9 Bangla Digital | Edited By: megha
Apr 21, 2022 | 7:42 PM
অর্থ, যশ খ্যাতির উপর ভীষণ ভাবে নির্ভর করে বাস্তু। অনেক সময় বাড়িতে আমরা এমন কিছু সাধারণ ভুল করি, যার জন্য অর্থ উপার্জনের পথ ভীষণ জটিল অবস্থার মধ্যে পড়ে যায়। ফেং শুইয়ের নিয়ম মেনে চলুন, উন্নতি হবে।
1 / 6
অর্থ, যশ খ্যাতির উপর ভীষণ ভাবে নির্ভর করে বাস্তু। অনেক সময় বাড়িতে আমরা এমন কিছু সাধারণ ভুল করি, যার জন্য অর্থ উপার্জনের পথ ভীষণ জটিল অবস্থার মধ্যে পড়ে যায়। ফেং শুইয়ের নিয়ম মেনে চলুন, উন্নতি হবে।
2 / 6
ফেং শুইয়ের তত্ত্ব মানেন? ফেং শুইয়ের মতে, ভুলেও ডাস্টবিন ঘরের ভেতরে রাখবেন না। এর পাশাপাশি ডাস্টবিন প্রতিদিন পরিষ্কার করা উচিত। ঘরের ভেতর বেশিক্ষণ ধরে ময়লা আবর্জনা জমিয়ে রাখলে তার নেগেটিভ প্রভাব আপনর জীবনে পড়তে বাধ্য।
3 / 6
ঘরের ভেতরে সব জিনিস সঠিক জায়গায় রাখা জরুরি। কোনও জিনিস ব্যবহার করলে, ব্যবহারের পর তা আবার নির্দিষ্ট স্থানে রেখে দিন। এতে ঘরে এনার্জি প্রবাহিত হতে বাধার সৃষ্টি হবে। আপনার জামা কাপড়, তোয়ালে, চিরুনি এবং অন্যান্য জরুরি সামগ্রী ব্যবহারের পর তাদের নির্দিষ্ট জায়গায় রাখতে ভুলবেন না।
4 / 6
একটা কথা জেনে রাখুন আপনার আর্থিক বিষয়ক পুরনো কাগজপত্র ঘরে নেগেটিভ এনার্জির সৃষ্টি করে। তাই অপ্রয়োজনীয় কাগজপত্র রসিদ ইত্যাদি জমিয়ে রাখবেন না। যদি কোনও কাগজ রাখার দরকার পড়ে, তাহলে নির্দিষ্ট ফাইল করে রাখুন।
5 / 6
বাড়িতে ইনডোর প্লান্ট রাখা খুবই ভাল। এতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। তবে খেয়াল রালহুন যাতে গাছগুলো যেন শুকিয়ে না যায়। ঘরের ভেতর মরা গাছ রাখা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। যদি ঘরে মরা গাছ রাখেন তাহলে এখনই সেটা ফেলে দিন।
6 / 6
জিটিভ এনার্জি ঘরে প্রবেশ করানোর জন্য অবশ্যই জানালা দরজা খোলা রাখবেন। জানালা দরজায় যেন ধুলো ময়লা জমে না থাকে, এই বিষয়ে খেয়াল রাখুন। জানালা দরজার ধুলো ঘরে পজিটিভ এনার্জি প্রবেশে বাধার সৃষ্টি করে।