Rose Water: গোলাপ জলের কয়েক ফোঁটায় ঝলমলিয়ে উঠবে চুলও! জানুন কীভাবে…
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 21, 2022 | 5:18 PM
স্কিন কেয়ার রুটিনের একটি অবিচ্ছেদ্য অংশ এই গোলাপ জল। একই ভাবে চুলের যত্নেও দারুণ উপযোগী গোলাপ জল। কিন্তু চুলের কোন সমস্যার জন্য কীভাবে গোলাপ জল ব্যবহার করবেন, দেখে নিন...
1 / 6
স্কিন কেয়ার রুটিনের একটি অবিচ্ছেদ্য অংশ এই গোলাপ জল। একই ভাবে চুলের যত্নেও দারুণ উপযোগী গোলাপ জল। কিন্তু চুলের কোন সমস্যার জন্য কীভাবে গোলাপ জল ব্যবহার করবেন, দেখে নিন..
2 / 6
শুষ্ক ত্বকের সঙ্গে শুষ্ক চুলের সমস্যাও দূর করে গোলাপ জল। মসৃণ চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে ও মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে গোলাপ জল দিয়ে ম্যাসাজ করুন। এই প্রক্রিয়া বেশ কার্যকরী।
3 / 6
স্ক্যাল্পে রোমকূপকে পুনরুজ্জীবিত করতে গোলাপ জলের কয়েক ফোঁটাই যথেষ্ট। পছন্দের শ্যাম্পু করার পর গোলাপ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। দেখবেন চকচকে ও নরম হয়ে চুলের টেক্সচারই বদলে গিয়েছে।
4 / 6
খুশকির সমস্যাতেও দারুণ কাজ দেয় গোলাপ জল। একটি বাটিতে গোলাপ জলের মধ্যে মেথি বীজ ৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর দুটি উপাদান একসঙ্গে বেটে একটি পেস্ট বানান। খুশকি দূর করতে স্ক্যাল্পে ওই পেস্ট লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন।
5 / 6
তৈলাক্ত ত্বকের পাশাপাশি তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যা দূর করে গোলাপ জল। চুলের সঠিক পুষ্টির জন্য মাথার ত্বকে ও চুলে গোলাপ জল ব্যবহার করলে তেলের পরিমাণ হ্রাস পায়। এর জন্য চুলে গোলাপ জল স্প্রে করতে পারেন কিংবা স্ক্যাল্পে গোলাপ জল দিয়ে ম্যাসাজ করতে পারেন।
6 / 6
দূষণের কারণে চুল তার আর্দ্রতা হারায়। এতে নিস্তেজ হয়ে পড়ে চুল। শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুল থেকে মুক্তি পেতে সপ্তাহে দুবার করে গোলাপ জল ব্যবহার করুন। গোলাপ জলের কয়েক ফোঁটা ব্যবহারের ফলে চুলে মসৃণ ভাব দেখা যায়।