Pataudi Palace: ১০ একর জমির উপর ১৫০টি ঘর, তাক লাগিয়ে দেবে পতৌদি প্যালেসের অন্দরমহল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 21, 2022 | 5:20 PM

Pataudi Palace: এই মুহূর্তে বাজার দাম ৮০০ কোটি টাকা। রয়েছে ১৫০টি ঘর। দেবরাজ ইন্দ্রের প্রাসাদের থেকে কোনও অংশে কম নয় মর্ত্যের এই রাজপ্রাসাদ। চোখ ধাঁধানো কারুকার্য থেকে শুরু করে স্বপ্নের মতো আসবাব-- পতৌদি প্যালেসের অন্দরমহল ঠিক যেন স্বপ্নের মতো।

1 / 8
এই মুহূর্তে বাজার দাম ৮০০ কোটি টাকা। রয়েছে ১৫০টি ঘর। দেবরাজ ইন্দ্রের প্রাসাদের থেকে কোনও অংশে কম নয় মর্ত্যের এই রাজপ্রাসাদ। চোখ ধাঁধানো কারুকার্য থেকে শুরু করে স্বপ্নের মতো আসবাব-- পতৌদি প্যালেসের অন্দরমহল ঠিক যেন স্বপ্নের মতো।

এই মুহূর্তে বাজার দাম ৮০০ কোটি টাকা। রয়েছে ১৫০টি ঘর। দেবরাজ ইন্দ্রের প্রাসাদের থেকে কোনও অংশে কম নয় মর্ত্যের এই রাজপ্রাসাদ। চোখ ধাঁধানো কারুকার্য থেকে শুরু করে স্বপ্নের মতো আসবাব-- পতৌদি প্যালেসের অন্দরমহল ঠিক যেন স্বপ্নের মতো।

2 / 8
সামনে রয়েছে বাঁধানো সুইমিং পুল। তার পিছনেই সাদা মার্বেল পাথরে তৈরি প্রাসাদ রয়েছে দাঁড়িয়ে।

সামনে রয়েছে বাঁধানো সুইমিং পুল। তার পিছনেই সাদা মার্বেল পাথরে তৈরি প্রাসাদ রয়েছে দাঁড়িয়ে।

3 / 8
১৫০টি ঘরের কোনওটির সঙ্গেই কোনওটির মিল নেই। এক একটি এক এক রকম।

১৫০টি ঘরের কোনওটির সঙ্গেই কোনওটির মিল নেই। এক একটি এক এক রকম।

4 / 8
রয়েছে অধ্যবসায়ের নিজস্ব ঘর। প্রায় প্রতিটি ঘরেই রয়েছে চারটি জানালা। রয়েছে দেওয়ালের গায়ে টাঙানো বড় বড় ছবি।

রয়েছে অধ্যবসায়ের নিজস্ব ঘর। প্রায় প্রতিটি ঘরেই রয়েছে চারটি জানালা। রয়েছে দেওয়ালের গায়ে টাঙানো বড় বড় ছবি।

5 / 8
একসঙ্গে বসে খাওয়া ওই পরিবারের রীতি। সে কারণে রয়েছে এক বিরাট খাওয়ার ঘর, সেখানে রয়েছে বিরাট বড় এক ঝাড়বাতিও।

একসঙ্গে বসে খাওয়া ওই পরিবারের রীতি। সে কারণে রয়েছে এক বিরাট খাওয়ার ঘর, সেখানে রয়েছে বিরাট বড় এক ঝাড়বাতিও।

6 / 8
রয়েছে দাবা খেলার জন্য বোর্ড, মাঝেমধ্যেই গোটা পরিবারকে নিয়ে সেখানে ছুটি কাটাতে দেখা যায় সইফ আলি খানকে।

রয়েছে দাবা খেলার জন্য বোর্ড, মাঝেমধ্যেই গোটা পরিবারকে নিয়ে সেখানে ছুটি কাটাতে দেখা যায় সইফ আলি খানকে।

7 / 8
বেশ কিছু ছবির শুটিং হয়েছে এইখানে। এর মধ্যে রয়েছে 'বীর জারা'। সম্প্রতি তান্ডব সিরিজের বেশ কিছু দৃশ্যের শুটও হয়েছে এই প্রাসাদেই।

বেশ কিছু ছবির শুটিং হয়েছে এইখানে। এর মধ্যে রয়েছে 'বীর জারা'। সম্প্রতি তান্ডব সিরিজের বেশ কিছু দৃশ্যের শুটও হয়েছে এই প্রাসাদেই।

8 / 8
বাড়ি বিক্রি নয়, বরং পরিবারের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই চান সইফ। আর সে কারণেই ঢেলে সাজিয়েছেন এই প্রাসাদকে। রাজরক্ত শরীরে, সেই ইতিহাসকেই বেচে দেওয়ায় আপত্তি নবাব পুত্রের।

বাড়ি বিক্রি নয়, বরং পরিবারের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই চান সইফ। আর সে কারণেই ঢেলে সাজিয়েছেন এই প্রাসাদকে। রাজরক্ত শরীরে, সেই ইতিহাসকেই বেচে দেওয়ায় আপত্তি নবাব পুত্রের।

Next Photo Gallery