Pataudi Palace: ১০ একর জমির উপর ১৫০টি ঘর, তাক লাগিয়ে দেবে পতৌদি প্যালেসের অন্দরমহল
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jun 21, 2022 | 5:20 PM
Pataudi Palace: এই মুহূর্তে বাজার দাম ৮০০ কোটি টাকা। রয়েছে ১৫০টি ঘর। দেবরাজ ইন্দ্রের প্রাসাদের থেকে কোনও অংশে কম নয় মর্ত্যের এই রাজপ্রাসাদ। চোখ ধাঁধানো কারুকার্য থেকে শুরু করে স্বপ্নের মতো আসবাব-- পতৌদি প্যালেসের অন্দরমহল ঠিক যেন স্বপ্নের মতো।
1 / 8
এই মুহূর্তে বাজার দাম ৮০০ কোটি টাকা। রয়েছে ১৫০টি ঘর। দেবরাজ ইন্দ্রের প্রাসাদের থেকে কোনও অংশে কম নয় মর্ত্যের এই রাজপ্রাসাদ। চোখ ধাঁধানো কারুকার্য থেকে শুরু করে স্বপ্নের মতো আসবাব-- পতৌদি প্যালেসের অন্দরমহল ঠিক যেন স্বপ্নের মতো।
2 / 8
সামনে রয়েছে বাঁধানো সুইমিং পুল। তার পিছনেই সাদা মার্বেল পাথরে তৈরি প্রাসাদ রয়েছে দাঁড়িয়ে।
3 / 8
১৫০টি ঘরের কোনওটির সঙ্গেই কোনওটির মিল নেই। এক একটি এক এক রকম।
4 / 8
রয়েছে অধ্যবসায়ের নিজস্ব ঘর। প্রায় প্রতিটি ঘরেই রয়েছে চারটি জানালা। রয়েছে দেওয়ালের গায়ে টাঙানো বড় বড় ছবি।
5 / 8
একসঙ্গে বসে খাওয়া ওই পরিবারের রীতি। সে কারণে রয়েছে এক বিরাট খাওয়ার ঘর, সেখানে রয়েছে বিরাট বড় এক ঝাড়বাতিও।
6 / 8
রয়েছে দাবা খেলার জন্য বোর্ড, মাঝেমধ্যেই গোটা পরিবারকে নিয়ে সেখানে ছুটি কাটাতে দেখা যায় সইফ আলি খানকে।
7 / 8
বেশ কিছু ছবির শুটিং হয়েছে এইখানে। এর মধ্যে রয়েছে 'বীর জারা'। সম্প্রতি তান্ডব সিরিজের বেশ কিছু দৃশ্যের শুটও হয়েছে এই প্রাসাদেই।
8 / 8
বাড়ি বিক্রি নয়, বরং পরিবারের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই চান সইফ। আর সে কারণেই ঢেলে সাজিয়েছেন এই প্রাসাদকে। রাজরক্ত শরীরে, সেই ইতিহাসকেই বেচে দেওয়ায় আপত্তি নবাব পুত্রের।