তৈলাক্ত ত্বকের ব্যক্তিদের ঋতু পরিবর্তনের সঙ্গে সমস্যা বেড়ে যায়। শীতে শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করলেও সমস্যার সমাধান হয় না। তাই তৈলাক্ত ত্বকের যত্ন নিতে আপনাকে এই ৫ ভুল এড়িয়ে যেতে হবে।
তৈলাক্ত ত্বকের কারণে বার বার মুখ ধোয়ার প্রবণতা থাকে অনেকের মধ্যে। কিন্তু এই অভ্যাস মোটেই ভাল নয়। এতে ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে যায়। দিনে ২ বার মুখ ধোয়াই যথেষ্ট।
তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা ফোমিং বা ভারী ক্লিনজার ব্যবহার করতে পছন্দ করেন। কিন্তু এতে ত্বকের কোনও উপকার হয় না। বরং মারাত্মক ভাবে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এর চাইতে মাইল্ড এবং স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ও সালফেট মুক্ত ক্লিনজার ব্যবহার করুন।
বেশিরভাগ মানুষের মধ্যে তেল না ব্যবহার করার প্রবণতা দেখা যায়। তবে তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এতে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় থাকে।
শীত আসছে বলে গরম জল দিয়ে মুখ ধোবেন? এই ভুল একদম নয়। এতে তৈলাক্ত ত্বকে সিবাম নিঃসরণের পরিমাণ আরও বেড়ে যায়। এর বদলে আপনি ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করুন।
মুখ ধোয়ার টোনার ব্যবহার করেন তো? টোনার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে অ্যালকোহল যুক্ত টোনার ব্যবহার করবেন না। আপনি গোলাপ জল কিংবা গ্রিন টি টোনার ব্যবহার করতে পারেন।