Diwali 2021: বলিউড ডিভাদের মতোন গ্ল্যামারাস ও ক্লাসিক লুকে মাত করুন এবারের আলোর উত্‍সব

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 03, 2021 | 5:27 PM

দীপাবলীর দিন প্রায় দোরগোড়ায়। তাই ফ্যাশন, নতুন পোশাক ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সারা দেশজুড়েই চলছে উত্‍সবের আমেজ। প্রিয় সেলেব্রিটিদের স্টাইল বা ফ্যাশনের অনুকরণে আপনি এবারের দিওয়ালি উত্‍সবের জন্য পোশাক পরতে পারেন। আর সেই তালিকাই এখানে দেওয়া রইল...

1 / 5
সিক্যুইন শাড়ি- বর্তমানের ফ্যাশন দুনিয়ায় সিক্যুইন শাড়ি দারুণ ট্রেন্ডিং। সেলেব্রিটিদের মতোই উত্‍সবের আলোয় উজ্জ্বল ও গ্ল্যামারাস লাগবে, তা নিশ্চিত। দিওয়ালি পার্টিতে কাজল, দীপিকা পাড়ুকোণ, মালাইকা আরোরার মতো ডিভাদের মতোন সাজতে পারেন এবারের আলোর উত্‍সবে।

সিক্যুইন শাড়ি- বর্তমানের ফ্যাশন দুনিয়ায় সিক্যুইন শাড়ি দারুণ ট্রেন্ডিং। সেলেব্রিটিদের মতোই উত্‍সবের আলোয় উজ্জ্বল ও গ্ল্যামারাস লাগবে, তা নিশ্চিত। দিওয়ালি পার্টিতে কাজল, দীপিকা পাড়ুকোণ, মালাইকা আরোরার মতো ডিভাদের মতোন সাজতে পারেন এবারের আলোর উত্‍সবে।

2 / 5
ব্রোকেড ড্রেস- যদি সাধারণ কিন্তু গ্ল্যামারাস ড্রেস পছন্দ করেন, তাহলে এথনিক ও ভাইব্রেন্ট ছোঁয়ায় ব্রোকেড ড্রেস পরতে পারেন। তা শাড়ি, লেহেঙ্গা বা শারারা পোশাক পরতে পারেন। বেনারসি প্রিন্টের ডিজাইনের পোশাক এই উত্‍সবের জন্য সেরা।

ব্রোকেড ড্রেস- যদি সাধারণ কিন্তু গ্ল্যামারাস ড্রেস পছন্দ করেন, তাহলে এথনিক ও ভাইব্রেন্ট ছোঁয়ায় ব্রোকেড ড্রেস পরতে পারেন। তা শাড়ি, লেহেঙ্গা বা শারারা পোশাক পরতে পারেন। বেনারসি প্রিন্টের ডিজাইনের পোশাক এই উত্‍সবের জন্য সেরা।

3 / 5
মোনোক্রোম ড্রেস- যে কোনও উত্‍সবেই স্টাইলিশ ও নজরকাড়া পোশাক পরতে চাইলে এই ধরনের ড্রেস পরতে পারেন।

মোনোক্রোম ড্রেস- যে কোনও উত্‍সবেই স্টাইলিশ ও নজরকাড়া পোশাক পরতে চাইলে এই ধরনের ড্রেস পরতে পারেন।

4 / 5
সিল্ক শাড়ি- ক্লাসিক লুকের জন্য মায়ের সিল্কের শাড়ি হল যে কোনও অনুষ্ঠানে বা উত্‍সবের সেরা পোশাক। তবে দিওয়ালির সময় সিল্কের কোবনও পোশাক পরলে অবশ্যই আতসবাজি ও আগুন থেকে সাবধানে থাকা দরকার।

সিল্ক শাড়ি- ক্লাসিক লুকের জন্য মায়ের সিল্কের শাড়ি হল যে কোনও অনুষ্ঠানে বা উত্‍সবের সেরা পোশাক। তবে দিওয়ালির সময় সিল্কের কোবনও পোশাক পরলে অবশ্যই আতসবাজি ও আগুন থেকে সাবধানে থাকা দরকার।

5 / 5
ফিউশন ড্রেস- দিওয়ালিতে ফিউশন আউটফিট বর্তমান ফ্য়াশন দুনিয়ায় ট্রেন্ডিং। ব্লাউজের সঙ্গে স্কার্ট, সঙ্গে লং জ্যাকেটের সঙ্গে মিনিমাল মেকআপ এই সময়ের ট্রেন্ডিং লুক।

ফিউশন ড্রেস- দিওয়ালিতে ফিউশন আউটফিট বর্তমান ফ্য়াশন দুনিয়ায় ট্রেন্ডিং। ব্লাউজের সঙ্গে স্কার্ট, সঙ্গে লং জ্যাকেটের সঙ্গে মিনিমাল মেকআপ এই সময়ের ট্রেন্ডিং লুক।

Next Photo Gallery