সিক্যুইন শাড়ি- বর্তমানের ফ্যাশন দুনিয়ায় সিক্যুইন শাড়ি দারুণ ট্রেন্ডিং। সেলেব্রিটিদের মতোই উত্সবের আলোয় উজ্জ্বল ও গ্ল্যামারাস লাগবে, তা নিশ্চিত। দিওয়ালি পার্টিতে কাজল, দীপিকা পাড়ুকোণ, মালাইকা আরোরার মতো ডিভাদের মতোন সাজতে পারেন এবারের আলোর উত্সবে।
ব্রোকেড ড্রেস- যদি সাধারণ কিন্তু গ্ল্যামারাস ড্রেস পছন্দ করেন, তাহলে এথনিক ও ভাইব্রেন্ট ছোঁয়ায় ব্রোকেড ড্রেস পরতে পারেন। তা শাড়ি, লেহেঙ্গা বা শারারা পোশাক পরতে পারেন। বেনারসি প্রিন্টের ডিজাইনের পোশাক এই উত্সবের জন্য সেরা।
মোনোক্রোম ড্রেস- যে কোনও উত্সবেই স্টাইলিশ ও নজরকাড়া পোশাক পরতে চাইলে এই ধরনের ড্রেস পরতে পারেন।
সিল্ক শাড়ি- ক্লাসিক লুকের জন্য মায়ের সিল্কের শাড়ি হল যে কোনও অনুষ্ঠানে বা উত্সবের সেরা পোশাক। তবে দিওয়ালির সময় সিল্কের কোবনও পোশাক পরলে অবশ্যই আতসবাজি ও আগুন থেকে সাবধানে থাকা দরকার।
ফিউশন ড্রেস- দিওয়ালিতে ফিউশন আউটফিট বর্তমান ফ্য়াশন দুনিয়ায় ট্রেন্ডিং। ব্লাউজের সঙ্গে স্কার্ট, সঙ্গে লং জ্যাকেটের সঙ্গে মিনিমাল মেকআপ এই সময়ের ট্রেন্ডিং লুক।