Bird Sanctuary: আপনি ওয়াল্ড লাইফ ফটোগ্রাফি করতে ভালবাসেন? ঘুরে আসুন ভারতের এই পাখির অভয়ারণ্যগুলি থেকে
TV9 Bangla Digital | Edited By: megha
Nov 03, 2021 | 6:59 PM
এখানে আপনি রঙে বেরঙের ৩৬০ টি প্রজাতির পাখি খুঁজে পাবেন। এছাড়াও এখানে রয়েছে 300 টিরও বেশি প্রজাতির ফুলগাছ, 13 প্রজাতির সাপ, টিকটিকি, কচ্ছপ, উভচর, মাছ ইত্যাদি।
1 / 6
ভারতপুর বার্ড স্যাঞ্চুয়ারি: যদি রাজস্থানে পাখি পরিদর্শন করতে চান তাহলে ঘুরে আসুন এই অভয়ারণ্য থেকে। এখানে আপনি রঙে বেরঙের ৩৬০ টি প্রজাতির পাখি খুঁজে পাবেন। এছাড়াও এখানে রয়েছে 300 টিরও বেশি প্রজাতির ফুলগাছ, 13 প্রজাতির সাপ, টিকটিকি, কচ্ছপ, উভচর, মাছ ইত্যাদি।
2 / 6
চিলকা লেক বার্ড স্যাঞ্চুয়ারি: ওড়িশার অন্যতম পর্যটন কেন্দ্র এই অভয়ারণ্য। ভারতের এই বৃহত্তম নোনা জলে হৃদ অসংখ্য পরিযায়ী পাখির বাসস্থান। এখানে প্রতি বছর রাশিয়া, আরাল সাগর, মঙ্গোলিয়া, লাদাখ, হিমালয় ইত্যাদি থেকে ২৬০ টিরও বেশি প্রজাতির পাখি আসে।
3 / 6
সুলতানপুর বার্ড স্যাঞ্চুয়ারি: সবচেয়ে জনপ্রিয় এই বার্ড স্যাঞ্চুয়ারিটি হরিয়ানার ১.৪৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। শীতকালে তুরস্ক, সাইবেরিয়া, পূর্ব ইউরোপ এবং রাশিয়া থেকে ১০০টিরও বেশি পাখির প্রজাতি এখানে আসে। ২৫০ টিরও বেশি প্রজাতির স্থানীয় পাখির দেখা পাওয়া যায় এই অঞ্চলে।
4 / 6
নাল সরোবর বার্ড স্যাঞ্চুয়ারি: এটি ভারতের বৃহত্তম জলজ পাখির অভয়ারণ্য। এটি জলাভূমি গাছপালার জন্য পরিচিত এবং গুজরাটের ১২০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। শীতের মরসুমে ২৫০ টিরও বেশি প্রজাতির জলজ পাখি এখানে আসে। এখানে পেলিকান, হেরন, ফ্লেমিংগো, ব্রাহ্মণী হাঁস, হোয়াইট সারসের মত পাখির দেখা পেতে পারেন।
5 / 6
কুমারকম বার্ড স্যাঞ্চুয়ারি: কেরালার ব্যাকওয়াটার যদি ঘুরে থাকেন, তাহলে এই অভয়ারণ্যটিও মিস করবেন না। এটি ফিসান্ট টেইলড জ্যাকানাস, প্যারাডাইস ফ্লাইক্যাচার, তোতাপাখি, গোল্ডেন-ব্যাকড উডপেকারস, টিলস, পেঁচা, এগ্রেটস, লার্কস, হেরনস, কিংফিশারের মত বিভিন্ন দেশীয় পাখির বাসস্থান। এটি বিখ্যাত ভেম্বানাদ হ্রদের পাশে অবস্থিত এবং ১৪ একর এলাকা জুড়ে বিস্তৃত।
6 / 6
সালিম আলি বার্ড স্যাঞ্চুয়ারি: গোয়ার ম্যানগ্রোভ অরণ্য দ্বারা পরিবেষ্টিত এই পাখির স্যাঞ্চুয়ারিটি। এই অভয়ারণ্যটিও বিভিন্ন স্থানীয় এবং পরিযায়ী পাখিদের বাসস্থান। বিশিষ্ট পক্ষীবিদ সেলিম মইজউদ্দিন আব্দুল আলির নামে এই অভয়ারণ্যের নামকরণ করা হয়েছে।