Ratha Yatra 2022: ২ বছর পর ফের সেই চেনা ছবি! রথের দিন ৭ লক্ষ ভক্তের সমাগম পুরীতে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 03, 2022 | 9:51 PM

Puri: চারিদিকে শুধু জয় জগন্নাথ-এক ধ্বনি। মন্দির থেকে রথের দিকে জগন্নাথ-সুভদ্রা -বলরামকে নিয়ে যাওয়ার সময় আকাশে-বাতাসে একটাই ধ্বনি, জয় জগন্নাথ! রথ পেরিয়ে গিয়েছে, কিন্তু মানুষের উন্মাদনা শেষ হয়নি।

1 / 7
করোনা অতিমারির কারণে গত ২ বছর রথ উত্‍সবে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু এবছর করোনা বিধি শিথিল করায় পুরীর রথ টানাকে ঘিরে রেকর্ড ভিড় হয়েছিল। সরকারি হিসেব বলছে, এ বছর প্রায় সাত লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছিল।

করোনা অতিমারির কারণে গত ২ বছর রথ উত্‍সবে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু এবছর করোনা বিধি শিথিল করায় পুরীর রথ টানাকে ঘিরে রেকর্ড ভিড় হয়েছিল। সরকারি হিসেব বলছে, এ বছর প্রায় সাত লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছিল।

2 / 7
মন্দির থেকে তালধ্বজা, দর্পদলন ও নন্দীঘোষ রথে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নিয়ে যাওয়া হলে, বিকেল ৪টের সময় মাসির বাড়ির দিকে রওনা হয়। সূর্যাস্তের আগেই প্রায় তিন কিমি পথ অতিক্রম করে গুন্ডিচা মন্দিরে তিন ভাই-বোন পৌঁছে যায়।

মন্দির থেকে তালধ্বজা, দর্পদলন ও নন্দীঘোষ রথে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নিয়ে যাওয়া হলে, বিকেল ৪টের সময় মাসির বাড়ির দিকে রওনা হয়। সূর্যাস্তের আগেই প্রায় তিন কিমি পথ অতিক্রম করে গুন্ডিচা মন্দিরে তিন ভাই-বোন পৌঁছে যায়।

3 / 7
তবে রথের দিনই গুন্ডিচা মন্দিরে তিন দেবতারা রাত কাটান না। সেদিন গুন্ডিচা মন্দির পরিস্কার হয়। তার পরের দিন সকালে মন্দিরে প্রবেশ করেন তাঁরা।

তবে রথের দিনই গুন্ডিচা মন্দিরে তিন দেবতারা রাত কাটান না। সেদিন গুন্ডিচা মন্দির পরিস্কার হয়। তার পরের দিন সকালে মন্দিরে প্রবেশ করেন তাঁরা।

4 / 7
আগেই আশঙ্কা ছিল। সেইমত প্রশাসন থেকে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করেছিল। জারি করা হয়েছিল বেশ কয়েকটি নিয়ম। তাই রথের দিন প্রবল ভিড়ের পরেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভক্তরা যাতে সুষ্ঠুভাবে রথের দড়ি টানতে পারেন, তার জন্য সব ব্যবস্থা করা হয়েছিল।

আগেই আশঙ্কা ছিল। সেইমত প্রশাসন থেকে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করেছিল। জারি করা হয়েছিল বেশ কয়েকটি নিয়ম। তাই রথের দিন প্রবল ভিড়ের পরেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভক্তরা যাতে সুষ্ঠুভাবে রথের দড়ি টানতে পারেন, তার জন্য সব ব্যবস্থা করা হয়েছিল।

5 / 7
লক্ষ লক্ষ ভক্তদের ভিড়ে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতিও। রাজ্যপাল জানিয়েছেন, পুরীর রথযাত্রা থেকে সারা বিশ্বে ভাতৃত্বের বার্তা দেওয়া হচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার যদ্ধ বন্ধ করে ভাতৃত্বকে বেছে নেওয়া উচিত।

লক্ষ লক্ষ ভক্তদের ভিড়ে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতিও। রাজ্যপাল জানিয়েছেন, পুরীর রথযাত্রা থেকে সারা বিশ্বে ভাতৃত্বের বার্তা দেওয়া হচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার যদ্ধ বন্ধ করে ভাতৃত্বকে বেছে নেওয়া উচিত।

6 / 7
লক্ষ লক্ষ ভক্তদের ভিড়ে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতিও। রাজ্যপাল জানিয়েছেন, পুরীর রথযাত্রা থেকে সারা বিশ্বে ভাতৃত্বের বার্তা দেওয়া হচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার যদ্ধ বন্ধ করে ভাতৃত্বকে বেছে নেওয়া উচিত।

লক্ষ লক্ষ ভক্তদের ভিড়ে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতিও। রাজ্যপাল জানিয়েছেন, পুরীর রথযাত্রা থেকে সারা বিশ্বে ভাতৃত্বের বার্তা দেওয়া হচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার যদ্ধ বন্ধ করে ভাতৃত্বকে বেছে নেওয়া উচিত।

7 / 7
পুরীর শঙ্করাচার্য স্বামী নিসচালানন্দ সরস্বতী, তাঁর নির্বাচিত শিষ্যদের সঙ্গে ঐতিহ্য অনুসারে রথের দেবতাদের দর্শন করেছিলেন। রাজা গজপতি মহারাজা দিব্যসিংহ দেব রীতি মেনে সোনার ঝাড়ু দিয়ে রথগুলিকে রীতিমন ঝাড়ু দিয়েছিলেন। এর অর্থ হল, রাজা ও সাধারণ মানুষ উভয়ই সর্বশক্তিমানের কাছে সমান।

পুরীর শঙ্করাচার্য স্বামী নিসচালানন্দ সরস্বতী, তাঁর নির্বাচিত শিষ্যদের সঙ্গে ঐতিহ্য অনুসারে রথের দেবতাদের দর্শন করেছিলেন। রাজা গজপতি মহারাজা দিব্যসিংহ দেব রীতি মেনে সোনার ঝাড়ু দিয়ে রথগুলিকে রীতিমন ঝাড়ু দিয়েছিলেন। এর অর্থ হল, রাজা ও সাধারণ মানুষ উভয়ই সর্বশক্তিমানের কাছে সমান।

Next Photo Gallery