Smartphone Lost Or Stolen: সাধের ফোনটা হারিয়েছেন? প্রয়োগ করুন এই ৮ উপায়, মিলতেও পারে…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 08, 2022 | 2:22 PM

Things To Do If Smartphone Lost Or Stolen: ফোন হারিয়ে গেলে আমাদের মাথার ঠিক থাকে না। তাই প্রতি মুহূর্তে সজাগ থাকা উচিৎ। ফোনটা যাতে না হারায় সে বিষয়ে খেয়াল রাখার থেকেও গুরুত্বপূর্ণ হল সেই ফোন হারিয়ে গেলে কী করবেন, তা জেনে রাখা।

1 / 8
ফোন নম্বরটা ডায়াল করুন এবং কেউ তুলে নিয়ে গিয়েছে কি না, যাচাই করুন - ঘটনাচক্রে ফোনটি যদি রেস্তোরাঁ, ক্যাব বা বাড়িতে ফেলে আসেন, তাহলে কেউ না কেউ তো সেটাকে দেখেছেন। কেউ তুলে নিয়েও যেতে পারে। আর সেই বিষয়টা যাচাই করতে আপনার ফোন নম্বরটি একবার ডায়াল করুন। যে কোনও নম্বর থেকে তা করতে পারেন। কেউ ফোনটা ধরছে কিনা, লক্ষ্য করুন। কেউ যদি ধরে, তাহলে তাঁর সঙ্গো কোঅর্ডিনেট করে ফোনটা কোথায় রয়েছে, সেখান থেকে নিয়ে আসুন।

ফোন নম্বরটা ডায়াল করুন এবং কেউ তুলে নিয়ে গিয়েছে কি না, যাচাই করুন - ঘটনাচক্রে ফোনটি যদি রেস্তোরাঁ, ক্যাব বা বাড়িতে ফেলে আসেন, তাহলে কেউ না কেউ তো সেটাকে দেখেছেন। কেউ তুলে নিয়েও যেতে পারে। আর সেই বিষয়টা যাচাই করতে আপনার ফোন নম্বরটি একবার ডায়াল করুন। যে কোনও নম্বর থেকে তা করতে পারেন। কেউ ফোনটা ধরছে কিনা, লক্ষ্য করুন। কেউ যদি ধরে, তাহলে তাঁর সঙ্গো কোঅর্ডিনেট করে ফোনটা কোথায় রয়েছে, সেখান থেকে নিয়ে আসুন।

2 / 8
আপনার SIM ব্লক করুন - ফোন হারিয়ে গেলে আপনার টেলিকম সার্ভিস প্রোভাইডারকেও ফোন করুন। তারপর একটি অভিযোগ দায়ের করে অল্প সময়ের জন্য আউটগোয়িং সার্ভিস ব্লক করুন।

আপনার SIM ব্লক করুন - ফোন হারিয়ে গেলে আপনার টেলিকম সার্ভিস প্রোভাইডারকেও ফোন করুন। তারপর একটি অভিযোগ দায়ের করে অল্প সময়ের জন্য আউটগোয়িং সার্ভিস ব্লক করুন।

3 / 8
ফোনটি লোকেট করার জন্য অ্যান্ড্রয়েডের ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করুন - অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে বিল্ট-ইন ফাইন্ড মাই মোবাইল সার্ভিস। এর মাধ্যমে ইউজাররা গুগল অ্যাকাউন্টে লিঙ্ক করে রাখা হারিয়ে যাওয়া ফোনটি লোকেট করতে পারেন। অ্যান্ড্রয়েড ৮ বা তার বেশি ভার্সনের সব ফোনেই এই ফাইন্ড মাই ডিভাইস পরিষেবাটি উপলব্ধ। বেশির ভাগ ফোনেই এই ফিচারটি ডিফল্ট থাকে। তাও ফিচারটি আদৌ রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া উচিৎ। এছাড়াও ইউজারকে এই ফোনের গুগল অ্যাকাউন্টে লগ ইন করে রাখতে হবে এবং লোকেশন সার্ভিসও অন করে রাখতে হবে। স্যামসাং-এর ক্ষেত্রে বিষয়টি আলাদা। কারণ, সংস্থার নিজস্ব ফাইন্ড মাই মোবাইল ফিচার রয়েছে।

ফোনটি লোকেট করার জন্য অ্যান্ড্রয়েডের ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করুন - অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে বিল্ট-ইন ফাইন্ড মাই মোবাইল সার্ভিস। এর মাধ্যমে ইউজাররা গুগল অ্যাকাউন্টে লিঙ্ক করে রাখা হারিয়ে যাওয়া ফোনটি লোকেট করতে পারেন। অ্যান্ড্রয়েড ৮ বা তার বেশি ভার্সনের সব ফোনেই এই ফাইন্ড মাই ডিভাইস পরিষেবাটি উপলব্ধ। বেশির ভাগ ফোনেই এই ফিচারটি ডিফল্ট থাকে। তাও ফিচারটি আদৌ রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া উচিৎ। এছাড়াও ইউজারকে এই ফোনের গুগল অ্যাকাউন্টে লগ ইন করে রাখতে হবে এবং লোকেশন সার্ভিসও অন করে রাখতে হবে। স্যামসাং-এর ক্ষেত্রে বিষয়টি আলাদা। কারণ, সংস্থার নিজস্ব ফাইন্ড মাই মোবাইল ফিচার রয়েছে।

4 / 8
ফোনটা লক করুন এবং একটা মেসেজ ছেড়ে দিন - ফাইন্ড মাই ডিভাইস টুল ফিচারটি ইউজারদের হারিয়ে যাওয়া ফোনটি লকও করে রাখতে দেয়। শুধু তাই নয়। একটি মেসেজও ছাড়তে দেয়। এই ফিচার ব্যবহার করে আপনি অন্য মানুষজনকে জানাতে পারবেন যে, এই ফোনটি আসলে আপনারই।

ফোনটা লক করুন এবং একটা মেসেজ ছেড়ে দিন - ফাইন্ড মাই ডিভাইস টুল ফিচারটি ইউজারদের হারিয়ে যাওয়া ফোনটি লকও করে রাখতে দেয়। শুধু তাই নয়। একটি মেসেজও ছাড়তে দেয়। এই ফিচার ব্যবহার করে আপনি অন্য মানুষজনকে জানাতে পারবেন যে, এই ফোনটি আসলে আপনারই।

5 / 8
ফোনের সব ডেটা মুছে ফেলুন - এই এত সবকিছু করার পর আপনি যদি নিশ্চিত হয়ে যান যে ফোনটা চুরি বা হারিয়ে গিয়েছে, তাহলে ফাইন্ড মাই ডিভাইস টুল থেকে সমস্ত ডেটা মুছে ফেলুন।

ফোনের সব ডেটা মুছে ফেলুন - এই এত সবকিছু করার পর আপনি যদি নিশ্চিত হয়ে যান যে ফোনটা চুরি বা হারিয়ে গিয়েছে, তাহলে ফাইন্ড মাই ডিভাইস টুল থেকে সমস্ত ডেটা মুছে ফেলুন।

6 / 8
গুগল ম্যাপস টাইমলাইন ফিচারটির মাধ্যমে আপনার ফোনটি কোন কোন লোকেশনে ছিল, যাচাই করুন - আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার পর কোথায় ছিল ফোনটা? কোথায় কোথায় ঘুরেছে ডিভাইসটা? গুগল ম্যাপস ব্যবহার করে আপনার ফোনের শেষ লোকেশনটা চেক করে নিতে পারেন। এর সাহায্যে আপনি ফোনটা ট্র্যাক করতে পারবেন।

গুগল ম্যাপস টাইমলাইন ফিচারটির মাধ্যমে আপনার ফোনটি কোন কোন লোকেশনে ছিল, যাচাই করুন - আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার পর কোথায় ছিল ফোনটা? কোথায় কোথায় ঘুরেছে ডিভাইসটা? গুগল ম্যাপস ব্যবহার করে আপনার ফোনের শেষ লোকেশনটা চেক করে নিতে পারেন। এর সাহায্যে আপনি ফোনটা ট্র্যাক করতে পারবেন।

7 / 8
ফোনের IMEI নম্বরটা ব্লক করুন - একটা স্মার্টফোনের জন্য ইউনিক নম্বর হল তার IMEI নম্বর। তার জন্য https://www.ceir.gov.in/Home/index.jsp পোর্টাল থেকে আপনার হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনের IMEI নম্বরটি ব্লক করে দিন।

ফোনের IMEI নম্বরটা ব্লক করুন - একটা স্মার্টফোনের জন্য ইউনিক নম্বর হল তার IMEI নম্বর। তার জন্য https://www.ceir.gov.in/Home/index.jsp পোর্টাল থেকে আপনার হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনের IMEI নম্বরটি ব্লক করে দিন।

8 / 8
একটা FIR দায়ের করুন - ফোনটা আপনি যখনই ব্লক করলেন, তখনই একটা FIR দায়ের করে রাখুন। এর সাহায্যে আখেরে আপনিই নিরাপদে থাকবেন। একবার ভেবে দেখুন তো, আপনার ফোনটা যদি অসৎ উদ্দেশ্যের কোনও ব্যক্তির হাতে চলে যায়? তিনি যদি অপরাধমূলক কিছু করে ফেলেন তাহলে FIR দায়ের করে রাখলে আপনি নিরাপদে থাকবেন।

একটা FIR দায়ের করুন - ফোনটা আপনি যখনই ব্লক করলেন, তখনই একটা FIR দায়ের করে রাখুন। এর সাহায্যে আখেরে আপনিই নিরাপদে থাকবেন। একবার ভেবে দেখুন তো, আপনার ফোনটা যদি অসৎ উদ্দেশ্যের কোনও ব্যক্তির হাতে চলে যায়? তিনি যদি অপরাধমূলক কিছু করে ফেলেন তাহলে FIR দায়ের করে রাখলে আপনি নিরাপদে থাকবেন।

Next Photo Gallery