Diwali amid COVID-19: করোনাকালে দীপাবলি পালন করুন ৮টি নিয়মে, রাখুন স্বাস্থ্যের খেয়াল

কিছুদিন আগেই দুর্গাপুজো পালিত হয়েছে। সামনেই দীপাবলির উৎসব। উৎসবের মরশুমে মানুষ ভুলেই গিয়েছেন, যে করোনা এখনও চলে যায়নি। অনেকটা সেই কারণেই হয়তো কোভিডের গ্রাফ আস্তে আস্তে বাড়ছে। তাই কোভিড কালে দীপাবলি পালন করুন নিয়ম মেনে।

| Edited By: | Updated on: Oct 27, 2021 | 11:46 PM
১. সামাজিক দূরত্ব বজায় রাখুন।

১. সামাজিক দূরত্ব বজায় রাখুন।

1 / 8
২. বাজি পোড়ানোর আগে হাতে স্যানিটাইজ়ার মাখবেন না। কিংবা বাজিতে স্যানিটাইজ়ার স্প্রে করবেন না। স্যানিটাইজ়ারে অনেক পরিমাণ অ্যালকোহল থাকে। সেই অ্যালকোহল থেকে বেকায়দায় আগুন ধরে যেতে পারে। ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারে।

২. বাজি পোড়ানোর আগে হাতে স্যানিটাইজ়ার মাখবেন না। কিংবা বাজিতে স্যানিটাইজ়ার স্প্রে করবেন না। স্যানিটাইজ়ারে অনেক পরিমাণ অ্যালকোহল থাকে। সেই অ্যালকোহল থেকে বেকায়দায় আগুন ধরে যেতে পারে। ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারে।

2 / 8
৩. মাস্ক পরতে ভুলবেন না কখনওই।

৩. মাস্ক পরতে ভুলবেন না কখনওই।

3 / 8
৪. সিল্ক, গর্গেট, স্যাটিন, শিফন - এই ধরনের পোশাক একেবারেই পরবেন না। কোনওভাবে জামায় আগুন লেগে গেলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তাতে ভয়ানক বিপদ ঘটে যেতে পারে। তাই সুতির পোশাকই ভাল।

৪. সিল্ক, গর্গেট, স্যাটিন, শিফন - এই ধরনের পোশাক একেবারেই পরবেন না। কোনওভাবে জামায় আগুন লেগে গেলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তাতে ভয়ানক বিপদ ঘটে যেতে পারে। তাই সুতির পোশাকই ভাল।

4 / 8
৫. পেট ভরে ভাল ভাল খাবার খান। এমন খাবার খান যাতে শরীরে অনেকখানি  এনার্জি সঞ্চার হতে পারে।

৫. পেট ভরে ভাল ভাল খাবার খান। এমন খাবার খান যাতে শরীরে অনেকখানি এনার্জি সঞ্চার হতে পারে।

5 / 8
৬. ক্র্যাকার্স বা আওয়াজযুক্ত বাজি পোড়ানো থেকে বিরত থাকুন।

৬. ক্র্যাকার্স বা আওয়াজযুক্ত বাজি পোড়ানো থেকে বিরত থাকুন।

6 / 8
৭. উৎসবের জোয়ারে ভেসে রোজনামচা থেকে মুখ ফিরিয়ে নেবেন না।

৭. উৎসবের জোয়ারে ভেসে রোজনামচা থেকে মুখ ফিরিয়ে নেবেন না।

7 / 8
৮. করোনার ভ্যাকসিন না নেওয়া থাকলে নিয়ে নিন।

৮. করোনার ভ্যাকসিন না নেওয়া থাকলে নিয়ে নিন।

8 / 8
Follow Us: