Hair Care: মসৃণ চুল পেতে চান? সপ্তাহে অন্তত একবার এই ৬টি ধাপ মেনে চুলের খেয়াল রাখুন

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 11, 2022 | 5:09 PM

Summer Hair Care: চুলের যত্নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, তা অনুসরণ করলেই একমাসের মধ্যেই চকচকে ও নরম চুল পেতে পারেন।

1 / 6
এই গরমে মাথার স্ক্যাল্প যাতে সব সময় হাইড্রেটেড থাকে তার উপায় বের করুন। এর জন্য চুলে ভেপার দিতে পারে। তাতে স্ক্যাল্পের ছিদ্রগুলি খুলে গিয়ে জমে থাকা ময়লা ও দূষণ দূর হয়ে যেতে পারে। এতে চুলের বৃদ্ধিও ঘটবে দ্রুত।

এই গরমে মাথার স্ক্যাল্প যাতে সব সময় হাইড্রেটেড থাকে তার উপায় বের করুন। এর জন্য চুলে ভেপার দিতে পারে। তাতে স্ক্যাল্পের ছিদ্রগুলি খুলে গিয়ে জমে থাকা ময়লা ও দূষণ দূর হয়ে যেতে পারে। এতে চুলের বৃদ্ধিও ঘটবে দ্রুত।

2 / 6
চুলে নিয়মিত তেল মালিশ করুন। চেষ্টা করুন ভেষজ তেল ব্যবহার করার। কারি পাতার তেল বা বাদাম-সমৃদ্ধ তেল চুলে ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম করে নিয়ে মালিশ করুন। এটা শুধু আরামদায়ক নয়, এটি চুল পুষ্টি জোগাতেও সাহায্য করবে।

চুলে নিয়মিত তেল মালিশ করুন। চেষ্টা করুন ভেষজ তেল ব্যবহার করার। কারি পাতার তেল বা বাদাম-সমৃদ্ধ তেল চুলে ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম করে নিয়ে মালিশ করুন। এটা শুধু আরামদায়ক নয়, এটি চুল পুষ্টি জোগাতেও সাহায্য করবে।

3 / 6
চুলে তেল ব্যবহার করার পাশাপাশি নিয়মিত চুলের জন্য হেয়ার মাস্ক ব্যবহার করুন। হেয়ার মাস্ক চুলে পুষ্টি জোগাতে সাহায্য করবে। এর পাশাপাশি এটি চুলের শুষ্কতা, চুল ফেটে যাওয়া ও রুক্ষতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।

চুলে তেল ব্যবহার করার পাশাপাশি নিয়মিত চুলের জন্য হেয়ার মাস্ক ব্যবহার করুন। হেয়ার মাস্ক চুলে পুষ্টি জোগাতে সাহায্য করবে। এর পাশাপাশি এটি চুলের শুষ্কতা, চুল ফেটে যাওয়া ও রুক্ষতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।

4 / 6
হেয়ার মাস্ক ব্যবহারের এক ঘণ্টা পরে একটি উষ্ণ শাওয়ার নিতে পারেন। শ্যাম্পু এক মগ জলের মধ্যে গুলে তারপর স্ক্যাল্প ও চুলে ঢেলে পরিস্কার করুন। শ্যাম্পু যদি স্ক্যাল্পের অতিরিক্ত তেল অপসারণ করতে না পারে, তাহলে ফের একবার একই উপায়ে শ্যাম্পু করে নিন।

হেয়ার মাস্ক ব্যবহারের এক ঘণ্টা পরে একটি উষ্ণ শাওয়ার নিতে পারেন। শ্যাম্পু এক মগ জলের মধ্যে গুলে তারপর স্ক্যাল্প ও চুলে ঢেলে পরিস্কার করুন। শ্যাম্পু যদি স্ক্যাল্পের অতিরিক্ত তেল অপসারণ করতে না পারে, তাহলে ফের একবার একই উপায়ে শ্যাম্পু করে নিন।

5 / 6
শ্যাম্পু পর একটি কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার গরমে চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। শ্যাম্পু ব্যবহারের পর চুলে কন্ডিশনার লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

শ্যাম্পু পর একটি কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার গরমে চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। শ্যাম্পু ব্যবহারের পর চুলে কন্ডিশনার লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

6 / 6
চুল শুকনো করার জন্য একটি নরম সুতির কাপড় ব্যবহার করুন। কোনও মোটা তোয়ালে ব্যবহার করবেন না। একবাব চুল স্যাঁতস্যাঁতে থেকে শুষ্ক হয়ে গেলে লেভ-ইন-কন্ডিশনার বা চুলের টেক্সচার অনুযায়ী উপযুক্ত সিরাম ব্যবহার করুন। এতে পেয়ে যাবেন মসৃণ চুল।

চুল শুকনো করার জন্য একটি নরম সুতির কাপড় ব্যবহার করুন। কোনও মোটা তোয়ালে ব্যবহার করবেন না। একবাব চুল স্যাঁতস্যাঁতে থেকে শুষ্ক হয়ে গেলে লেভ-ইন-কন্ডিশনার বা চুলের টেক্সচার অনুযায়ী উপযুক্ত সিরাম ব্যবহার করুন। এতে পেয়ে যাবেন মসৃণ চুল।

Next Photo Gallery