Makeup: আপনার ত্বকের জন্য কোন ফাউন্ডেশনটি সবচেয়ে ভাল, বুঝবেন কীভাবে?
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 26, 2022 | 3:56 PM
বর্তমান সময়ে ত্বক অনুযায়ী বাজারে অনেক ধরনের ফাউন্ডেশন পাওয়া যায়। তৈলাক্ত ফাউন্ডেশন, ওয়াটার ফাউন্ডেশন এবং সিলিকন ভিত্তিক ফাউন্ডেশন সাধারণত ব্যবহার করা হয়। তবে আপনি যদি এই ফাউন্ডেশনগুলির মধ্যে একটিও যদি ব্যবহার করেন তবে প্রথমে তাদের মধ্যে পার্থক্যটি জেনে নিন-
1 / 6
বর্তমান সময়ে ত্বক অনুযায়ী বাজারে অনেক ধরনের ফাউন্ডেশন পাওয়া যায়। তৈলাক্ত ফাউন্ডেশন, ওয়াটার ফাউন্ডেশন এবং সিলিকন ভিত্তিক ফাউন্ডেশন সাধারণত ব্যবহার করা হয়। তবে আপনি যদি এই ফাউন্ডেশনগুলির মধ্যে একটিও যদি ব্যবহার করেন তবে প্রথমে তাদের মধ্যে পার্থক্যটি জেনে নিন।
2 / 6
তেল ভিত্তিক ফাউন্ডেশন খুব পুরু হয়। যখনই এটি ব্যবহার করা হয়, এটি ত্বকে লাগানোর পর অনেকটাই ত্বকের সঙ্গে মিশে যায়। স্বাভাবিক ফাউন্ডেশনের চেয়ে তেল ভিত্তিক ফাউন্ডেশন ত্বকে সেট হতে একটু বেশি সময় নেয়।
3 / 6
তেল ভিত্তিক ভালো ফাউন্ডেশন ব্যবহার করলে মুখে একটা উজ্জ্বলতা আসে। আপনার যদি শুষ্ক ত্বক হয় তবে তেল ভিত্তিক ফাউন্ডেশন আপনার জন্য সেরা। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের এটি ব্যবহার করা উচিত নয়।
4 / 6
তৈলাক্ত ত্বকের জন্য ওয়াটার বেস্ট ফাউন্ডেশন পারফেক্ট। যেসব মহিলার ত্বক খুব তৈলাক্ত, তাঁদের উচিত জল ভিত্তিক ফাউন্ডেশন ব্যবহার করা। এই ফাউন্ডেশন খুবই হালকা। এটি ত্বকে সহজেই মিশে যায়। এই ফাউন্ডেশন ব্যবহারে ত্বকের ছিদ্রও আটকে যায় না।
5 / 6
সিলিকন ভিত্তিক ফাউন্ডেশন ব্যবহার করলে ম্যাট লুক পাওয়া যায়। সিলিকন ফাউন্ডেশন অনেকটা প্রাইমারের মতো কাজ করে। এই ফাউন্ডেশনের বিশেষ বিষয় হল এটি ওয়াটারপ্রুফ। এটি ব্যবহারের পর ঘাম হলেও মেকআপ কোনও ভাবেই মুছে যায় না।
6 / 6
সাধারণত, ব্রাইডাল মেকআপে শুধুমাত্র সিলিকন বেসড ফাউন্ডেশন ব্যবহার করা হয়। এটি ত্বকে একটি পাতলা স্তর তৈরি করে যাতে ঘামের পরেও মেকআপ কোনও ভাবে নষ্ট হয়ে যায় না। আপনি প্রতিদিন ব্যবহারের জন্য সিলিকন বেসড ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন।