অবন্তিকা প্রামাণিক
Jan 26, 2022 | 6:26 PM
আজ প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে হলদিয়ায় প্রায় ১০০ফিট উঁচু স্টিলের পতাকা স্তম্ভে বৃহৎ জাতীয় পতাকা উত্তোলন করা হল। প্রায় ৩০ফিট দীর্ঘ এবং ২০ফিট চওড়া জাতীয় পতাকা উত্তোলন করলেন হলদিয়া বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের মূল প্রশাসনিক ভবন জওহর টাওয়ার চত্ত্বরে জেলার সবচেয়ে উঁচু পতাকা স্তম্ভ তৈরি হয়েছে। জওহর টাওয়ারের তেরো তলা বিল্ডিংয়ের ঠিক পাশে রয়েছে এটি।
বুধবার পতাকা উত্তোলন করলেন হলদিয়া বন্দর ডেপুটি চেয়ারম্যান অমল কুমার নেহেরা, স্মারক পতাকা স্তম্ভের নিচে গ্রানাইট পাথর দিয়ে ৬ ফুট উঁচু বেদী তৈরি হয়েছে।
প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন প্রশাসক পার্থ ঘোষ, হলদিয়া উন্নয়ন পর্ষদ হলদিয়া ট্রেড সেন্টারে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন সি ইও পনিক্কর হরিশঙ্কর,উপস্থিত ছিলেন সাধন জানা। হলদিয়া মহকুমা শাসকের পক্ষ থেকে আইআইটি মাঠে পতাকা উত্তোলন করেন হলদিয়া মহকুমা শাসক লক্ষণ কুমার পেরুমল।
হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় পতাকা উত্তোলন করেন তৃণমূল ট্রেড ইউনিয়নে তমলুক সংগঠনের সভাপতি শিবনাথ সরকার । এদিন হলদিয়া মহকুমা হাসপাতালের রোগীদের ফল বিতরণ করা হয় সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে।