Smriti Mandhana: আমাকে বিয়ে করবে বোন! অদ্ভুত বিয়ের প্রস্তাব পেলেন স্মৃতি
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 02, 2022 | 8:45 AM
ধুমধাড়াক্কা ব্যাটিং থেকে ভুবন ভোলানো হাসি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় মুখ স্মৃতি মান্ধানা। ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ৬.২ মিলিয়ন!
1 / 5
ধুমধাড়াক্কা ব্যাটিং থেকে ভুবন ভোলানো হাসি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় মুখ স্মৃতি মান্ধানা। ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ৬.২ মিলিয়ন!(ছবি:ইনস্টাগ্রাম)
2 / 5
সুন্দরী স্মৃতি ভুরিভুরি প্রেম, বিয়ের প্রস্তাব পাবেন, এতো স্বাভাবিক। অনুরাগীদের থেকে প্রায়ই বিয়ের প্রস্তাব পান। কেউ প্রেম পত্র পাঠিয়ে দেন।(ছবি:ইনস্টাগ্রাম)
3 / 5
ভুরিভুরি প্রস্তাবের মধ্যে একটি ঘটনা রয়েছে যা মনে পড়লেই হেসে গড়িয়ে পড়েন ভারতীয় দলের তারকা ওপেনার।(ছবি:ইনস্টাগ্রাম)
4 / 5
একটি অনলাইন প্ল্যাটফর্মের অনুষ্ঠানে স্মৃতি সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। বলেন, "অনেক প্রস্তাব তো পাই। সেসব মনেও থাকে না। তবে একবার একটি ছেলে আমাকে এসে বলে 'লাভ ইউ ম্যাম'। আমাকে বিয়ে করবেন?"(ছবি:ইনস্টাগ্রাম)
5 / 5
এতদূর পর্যন্ত ঠিকই ছিল। এর পরের ঘটনাটাই মজাদার। স্মৃতি বলেছেন, "তারপরই পরেই ওই ছেলেটা বলতে থাকে, আমাকে বিয়ে করবে বোন!" যা শুনে হাসতে থাকেন স্মৃতি।(ছবি:ইনস্টাগ্রাম)