Pique-Shakira: ফ্রিজে শিশি ভর্তি লাল টুকটুকে জ্যাম, তাতেই পিকের পরকীয়া ফাঁস শাকিরার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 21, 2023 | 9:45 AM

খাতায় কলমে বিয়ে না হলেও দীর্ঘ এক দশকের সম্পর্ক ছিল স্প্য়ানিশ ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ান পপ তারকা শাকিরার। দুই সন্তান নিয়ে ভরা সংসার ছিল। তাতেই যেন লাগল গ্রহণ। পিকে ও শাকিরার সংসার ভেঙে দু টুকরো হয়ে গিয়েছে। সঙ্গে হৃদয় ভেঙে খান খান।

1 / 9
সংসার ও হৃদয় ভাঙার কষ্ট শাকিরার মধ্যেই বেশি ধরা পড়েছে। প্রাক্তনকে বিঁধে গান গাইছেন। নতুন বছরে সেই গান আবার ব্যাপক হিট। গানের এক জায়গায় শাকিরা গাইছেন, 'ইউ ট্রেডেড আ ফেরারি ফর আ টুইঙ্গো। ইউ ট্রেডেড আ রোলেক্স ফর আ ক্যাসিও।' অর্থাৎ নিজেকে ফেরারি ও রোলেক্সের সঙ্গে তুলনা করে পিকের বর্তমান প্রেমিকাকে ক্যাসিও ঘড়ি ও টুইঙ্গো গাড়ির সঙ্গে তুলনা করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

সংসার ও হৃদয় ভাঙার কষ্ট শাকিরার মধ্যেই বেশি ধরা পড়েছে। প্রাক্তনকে বিঁধে গান গাইছেন। নতুন বছরে সেই গান আবার ব্যাপক হিট। গানের এক জায়গায় শাকিরা গাইছেন, 'ইউ ট্রেডেড আ ফেরারি ফর আ টুইঙ্গো। ইউ ট্রেডেড আ রোলেক্স ফর আ ক্যাসিও।' অর্থাৎ নিজেকে ফেরারি ও রোলেক্সের সঙ্গে তুলনা করে পিকের বর্তমান প্রেমিকাকে ক্যাসিও ঘড়ি ও টুইঙ্গো গাড়ির সঙ্গে তুলনা করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 9
২০২২ সালে পিকে-শাকিরার বিচ্ছেদ হয়ে গেলেও এই হাফ প্রোফাইল ব্রেক আপ নিয়ে নিত্যনতুন চমকে দেওয়া তথ্য সামনে আসছে। শাকিরা কোনও না কোনওভাবে বুঝিয়ে দেন, পিকে পরকীয়ার লিপ্ত হয়ে তাঁকে কতটা কষ্ট দিয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

২০২২ সালে পিকে-শাকিরার বিচ্ছেদ হয়ে গেলেও এই হাফ প্রোফাইল ব্রেক আপ নিয়ে নিত্যনতুন চমকে দেওয়া তথ্য সামনে আসছে। শাকিরা কোনও না কোনওভাবে বুঝিয়ে দেন, পিকে পরকীয়ার লিপ্ত হয়ে তাঁকে কতটা কষ্ট দিয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 9
কথায় বলে, 'ঘর কি মুরগি ডাল বরাবর'। বিশ্বখ্যাত পপ কুইন যাঁর ঘরে সেই পিকে গেলেন পরকীয়া করতে তাঁরই টিভি ও মুভি প্রোডাকশন কোম্পানি কসমসে কর্মরতা ক্লারা চিয়া মার্তির সঙ্গে। পাবলিক রিলেশনের ছাত্রী চিয়া মার্তি। (ছবি:ইনস্টাগ্রাম)

কথায় বলে, 'ঘর কি মুরগি ডাল বরাবর'। বিশ্বখ্যাত পপ কুইন যাঁর ঘরে সেই পিকে গেলেন পরকীয়া করতে তাঁরই টিভি ও মুভি প্রোডাকশন কোম্পানি কসমসে কর্মরতা ক্লারা চিয়া মার্তির সঙ্গে। পাবলিক রিলেশনের ছাত্রী চিয়া মার্তি। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 9
 তলে তলে বেশ কিছুদিন ধরেই চলছিল দুই সন্তানের বাবা জেরার্ড পিকের পরকীয়া। ঘূণাক্ষরেও টের পাননি শাকিরা। পিকেও নিশ্চিন্তে প্রেমপর্ব চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সত্যিটাকে কি বেশিদিন চেপে রাখা যায়? শাকিরার হাতে পিকে ধরা পড়লেন হাতেনাতে, তাও আবার এক বোতল জ্যামের কারণে! (ছবি:ইনস্টাগ্রাম)

তলে তলে বেশ কিছুদিন ধরেই চলছিল দুই সন্তানের বাবা জেরার্ড পিকের পরকীয়া। ঘূণাক্ষরেও টের পাননি শাকিরা। পিকেও নিশ্চিন্তে প্রেমপর্ব চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সত্যিটাকে কি বেশিদিন চেপে রাখা যায়? শাকিরার হাতে পিকে ধরা পড়লেন হাতেনাতে, তাও আবার এক বোতল জ্যামের কারণে! (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 9
পপ কুইন শাকিরা ভালো গান গান, দারুণ নাচেন এবং একইসঙ্গে সংসার সামলান। এত দায়িত্ব পালনের মাঝে শাকিরা পার্টনারের পরকীয়া টের পাবে বলে ভাবেননি পিকে। বয়ফ্রেন্ডের পরকীয়ার প্রমাণ পেতে পপ কুইন যে 'শার্লক হোমস'-এ পরিণত হবেন কে জানত?(ছবি:ইনস্টাগ্রাম)

পপ কুইন শাকিরা ভালো গান গান, দারুণ নাচেন এবং একইসঙ্গে সংসার সামলান। এত দায়িত্ব পালনের মাঝে শাকিরা পার্টনারের পরকীয়া টের পাবে বলে ভাবেননি পিকে। বয়ফ্রেন্ডের পরকীয়ার প্রমাণ পেতে পপ কুইন যে 'শার্লক হোমস'-এ পরিণত হবেন কে জানত?(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 9
ফ্রিজে রাখা এক শিশি জ্যাম শাকিরার হাতে প্রমাণ তুলে দেয়। নতুন প্রেমের আবেশে সব ভুলে যেতে বসেছিলেন পিকে। তাই মারাত্মক ভুল করে ফেলেন। শাকিরা ও সন্তানদের অনুপস্থিতিতে বাড়িতেই ২৩ বছরের মার্তিকে ডেকে নেন পিকে। শাকিরা ফেরার আগে মার্তি ব্যাগপত্র গুটিয়ে চলে গেলেও ভুল করে ফ্রিজে ফেলে রেখে যান জ্যামের বোতল।

ফ্রিজে রাখা এক শিশি জ্যাম শাকিরার হাতে প্রমাণ তুলে দেয়। নতুন প্রেমের আবেশে সব ভুলে যেতে বসেছিলেন পিকে। তাই মারাত্মক ভুল করে ফেলেন। শাকিরা ও সন্তানদের অনুপস্থিতিতে বাড়িতেই ২৩ বছরের মার্তিকে ডেকে নেন পিকে। শাকিরা ফেরার আগে মার্তি ব্যাগপত্র গুটিয়ে চলে গেলেও ভুল করে ফ্রিজে ফেলে রেখে যান জ্যামের বোতল।

7 / 9
পার্টনারের হাবেভাবে সন্দেহ যে হচ্ছিল না তা নয়। তবে উপযুক্ত প্রমাণ পাচ্ছিলেন না শাকিরা। তিনিই একদিন বাড়ি ফিরে রেফ্রিজারেটরের দরজা খুলেই দেখতে পেলেন এক শিশি লাল টুকটুকে জ্যাম। পিকে জ্যাম পছন্দ করেন না। ছেলেদের এসব থেকে দূরে রাখেন শাকিরা। আর নিজের খাওয়ার প্রশ্নই নেই। তাহলে! ফ্রিজে জ্যাম এল কোথা থেকে? (ছবি:ইনস্টাগ্রাম)

পার্টনারের হাবেভাবে সন্দেহ যে হচ্ছিল না তা নয়। তবে উপযুক্ত প্রমাণ পাচ্ছিলেন না শাকিরা। তিনিই একদিন বাড়ি ফিরে রেফ্রিজারেটরের দরজা খুলেই দেখতে পেলেন এক শিশি লাল টুকটুকে জ্যাম। পিকে জ্যাম পছন্দ করেন না। ছেলেদের এসব থেকে দূরে রাখেন শাকিরা। আর নিজের খাওয়ার প্রশ্নই নেই। তাহলে! ফ্রিজে জ্যাম এল কোথা থেকে? (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 9
চেপে ধরেন পিকেকে। এবং জ্যামের আসল মালকিনের খোঁজও পেয়ে যান। একটা জ্যামের শিশির জন্য এভাবে শাকিরার কাছে ধরা পড়ে যাবেন তা হয়তো স্বপ্নেও ভাবেননি পিকে। (ছবি:ইনস্টাগ্রাম)

চেপে ধরেন পিকেকে। এবং জ্যামের আসল মালকিনের খোঁজও পেয়ে যান। একটা জ্যামের শিশির জন্য এভাবে শাকিরার কাছে ধরা পড়ে যাবেন তা হয়তো স্বপ্নেও ভাবেননি পিকে। (ছবি:ইনস্টাগ্রাম)

9 / 9
পার্টনারের কীর্তি ফাঁস হতেই রীতিমতো খাতায় কলমে চুক্তি করে জীবন থেকে পিকে বিদায় করেছেন শাকিরা। দুই সন্তানই এখন তাঁর সবকিছু। তবে হৃদয় ভাঙার যন্ত্রণা তাঁকে কুরে কুরে খায়। তাই সোশ্যাল মিডিয়া, গানের কথায় প্রাক্তনকে বিঁধে মনের জ্বালা মেটান।  (ছবি:ইনস্টাগ্রাম)

পার্টনারের কীর্তি ফাঁস হতেই রীতিমতো খাতায় কলমে চুক্তি করে জীবন থেকে পিকে বিদায় করেছেন শাকিরা। দুই সন্তানই এখন তাঁর সবকিছু। তবে হৃদয় ভাঙার যন্ত্রণা তাঁকে কুরে কুরে খায়। তাই সোশ্যাল মিডিয়া, গানের কথায় প্রাক্তনকে বিঁধে মনের জ্বালা মেটান। (ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery
Women Health: মেন্সট্রুয়াল কাপ, ন্যাপকিন নাকি ট্যাম্পন? ঋতুস্রাবের সময় কোনটি ব্যবহার করা সবচেয়ে সুরক্ষিত?
Vastu Tips for Home: সংসারে কি রোজ অশান্তি লেগেই রয়েছে? সুখী থাকতে বাড়ি থেকে আগে সরান এই ৫ গাছ