Bangla NewsPhoto gallery A packed stadium in Cuttack to watch Team India train BCCI shares images
India vs South Africa: প্রস্তুতিতেই ম্যাচ ডে-র অনুভূতি পন্থদের
রবিরাতে কটকের বারাবাতি স্টেডিয়ামে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে (T20) নামবে ঋষভ পন্থের ভারত (India)। ম্যাচের আগের দিন বারাবাতি স্টেডিয়ামে অনুশীলন করলেন ঋষভ পন্থ-হার্দিক পান্ডিয়ারা। এবং মেন ইন ব্লুর প্রস্তুতি দেখতে ভরে গিয়েছিল বারাবাতি স্টেডিয়ামের গ্যালারি। বিসিসিআইয়ের (BCCI) তরফে সেই ছবি পোস্ট করা হয়েছে টুইটারে। দেখে নিন পন্থদের নন-ম্যাচ ডে-তে ম্যাচ ডে-র অনুভূতি পাওয়ার কিছু ছবি...