TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Updated on: Sep 09, 2022 | 3:48 PM
বিরাট কোহলি ও এবি ডে ভিলিয়ার্সের বন্ধুত্বের কথা অজানা নয়। কোহলির বহু প্রতিক্ষিত ৭১তম আন্তর্জাতিক শতরানের দিন, বিরাট শুভেচ্ছার বানভাসি হয়েছে নেটদুনিয়ায়। কাছের বন্ধু এবিডির কাছ থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছেন ভিকে। তবে প্রোটিয়া তারকার ইন্সটাগ্রাম পোস্ট দেখে রীতিমতো চমকে গিয়েছেন বিরাট-অনুষ্কা। কী রয়েছে সেই ইন্সটা পোস্টে?
Sep 09, 2022 | 3:48 PM
বিরাট কোহলি (Virat Kohli) ও এবি ডে ভিলিয়ার্সের (AB de Villiers) বন্ধুত্বের কথা অজানা নয়। কোহলির বহু প্রতিক্ষিত ৭১তম আন্তর্জাতিক শতরানের দিন, বিরাট শুভেচ্ছার বানভাসি হয়েছে নেটদুনিয়ায়। কাছের বন্ধু এবিডির কাছ থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছেন ভিকে। তবে প্রোটিয়া তারকার ইন্সটাগ্রাম পোস্ট দেখে রীতিমতো চমকে গিয়েছেন বিরাট-অনুষ্কা। কী রয়েছে সেই ইন্সটা পোস্টে? (ছবি-টুইটার)
1 / 6
আফগানিস্তানের বিরুদ্ধে বিরাটের ঝকঝকে শতরানের পরই প্রথম টুইটে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স লেখেন, “গতকালই কথা হচ্ছিল ওর সঙ্গে। তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটতে চলেছে। দারুণ খেলেছ বন্ধু।” (ছবি-টুইটার)
এ তো গেল টুইটারে শুভেচ্ছা জানানোর পালা। কিন্তু আসল ছবি এল এবিডির ইন্সটাগ্রামে। আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বিরাটের ১২২ রানের অপরাজিত ইনিংস উপভোগ করে, এবিডি ইন্সটায় শেয়ার করেন তাঁদের এক পুরনো ছবি। যা দেখে চমকে গিয়েছেন বিরাট-অনুষ্কা। (ছবি-টুইটার)
4 / 6
শোলে সিনেমায় 'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে' গানে যেমন জয়-বীরুর স্কুটারে চেপে যাচ্ছিলেন, সেইরকম স্কুটারে বসে একসময় পোজ দিয়েছিলেন বিরাট-এবিডি। সেই ছবিই ইন্সটাগ্রামে পোস্ট করে এবিডি লেখেন, "ওর শতরানের দিন এই স্মৃতিটা শেয়ার করলাম। দারুণ খেলেছ বন্ধু। আরও অনেক কিছু পাওয়া বাকি।" (ছবি-এবি ডে ভিলিয়ার্স ইন্সটাগ্রাম)
5 / 6
এবিডির এই ইন্সটাগ্রাম পোস্ট দেখে কমেন্ট না করে থাকতে পারেননি বিরাট ও অনুষ্কা। কোহলি ওই ছবির একটি কমেন্টে লেখেন, 'Hahahahahahaha ❤️❤️❤️❤️❤️'। আর একটি কমেন্টে লেখেন, "ধন্যবাদ বিস্কুট। ভালোবাসা নিও।" বিরাটপত্নী অনুষ্কা সেই ছবির কমেন্টে লেখেন, "Oh my god"