Serie A: ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সিরি আ চ্যাম্পিয়ন এসি মিলান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 23, 2022 | 2:47 PM

অবশেষে দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান হল এসি মিলানের (AC Milan)। সাসুলোকে (Sassuolo) ৩-০ গোলে হারিয়ে সিরি আ (Serie A) চ্যাম্পিয়ন হলেন জ্বালাটন ইব্রাহিমোভিচরা। খেতাব জয়ের দিন জোড়া গোল করেছেন ফরাসি তারকা ফুটবলার অলিভার জিরুড (Olivier Giroud)। অপর একটি গোল এসি মিলানের ফ্র্যাঙ্ক কেসির। ২০১১ সালের পর ফের সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে এসি মিলান।

1 / 5
ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল (১৭ মিনিটে ও ৩২ মিনিটে) করেন এসি মিলানের অলিভার জিরুড।

ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল (১৭ মিনিটে ও ৩২ মিনিটে) করেন এসি মিলানের অলিভার জিরুড।

2 / 5
৩৬ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন ফ্র্যাঙ্ক কেসি (Franck Kessie)।

৩৬ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন ফ্র্যাঙ্ক কেসি (Franck Kessie)।

3 / 5
শেষ ম্যাচে ইন্টার মিলানও স্যাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারায়। কিন্তু তার পরও সিরি আ খেতাব হাতে এল না।

শেষ ম্যাচে ইন্টার মিলানও স্যাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারায়। কিন্তু তার পরও সিরি আ খেতাব হাতে এল না।

4 / 5
১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সিরি আ ট্রফি ঘরে তুললেন অলিভাররা।

১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সিরি আ ট্রফি ঘরে তুললেন অলিভাররা।

5 / 5
এ বার ১৯তম সিরি তা খেতাব ঘরে তুলল এসি মিলান।

এ বার ১৯তম সিরি তা খেতাব ঘরে তুলল এসি মিলান।

Next Photo Gallery