Serie A: ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সিরি আ চ্যাম্পিয়ন এসি মিলান
অবশেষে দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান হল এসি মিলানের (AC Milan)। সাসুলোকে (Sassuolo) ৩-০ গোলে হারিয়ে সিরি আ (Serie A) চ্যাম্পিয়ন হলেন জ্বালাটন ইব্রাহিমোভিচরা। খেতাব জয়ের দিন জোড়া গোল করেছেন ফরাসি তারকা ফুটবলার অলিভার জিরুড (Olivier Giroud)। অপর একটি গোল এসি মিলানের ফ্র্যাঙ্ক কেসির। ২০১১ সালের পর ফের সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে এসি মিলান।