AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Astrology Tips: ফলের রসেই সন্তুষ্ট হবে নবগ্রহ! ফিরবে ভাগ্যের চাকা?

Astrology Tips: আপনি কি জানেন, ফলের রস পান করলে কেবল আপনার শরীরের উন্নতিই হয়, এমনটা নয়। বরং নিয়ম মেনে সঠিক ফলের রস খেলে কিন্তু সন্তুষ্ট হয় আপনার জন্মছকের গ্রহাদি। অন্তত জ্যোতিষ শাস্ত্র কিন্তু সেই কথাই বলছে।

| Updated on: Aug 30, 2024 | 12:39 AM
Share
ফল সর্বদাই শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চিকিৎসকেরাও প্রতিদিন একটি করে মরসুমি ফল খাওয়ার পরামর্শ দেন। তবে আপনি কি জানেন, ফলের রস পান করলে কেবল আপনার শরীরের উন্নতিই হয়, এমনটা নয়। বরং নিয়ম মেনে সঠিক ফলের রস খেলে কিন্তু সন্তুষ্ট হয় আপনার জন্মছকের গ্রহাদি। অন্তত জ্যোতিষ শাস্ত্র কিন্তু সেই কথাই বলছে। কোন গ্রহের জন্য কোন ফল উপযুক্ত জানেন?

ফল সর্বদাই শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চিকিৎসকেরাও প্রতিদিন একটি করে মরসুমি ফল খাওয়ার পরামর্শ দেন। তবে আপনি কি জানেন, ফলের রস পান করলে কেবল আপনার শরীরের উন্নতিই হয়, এমনটা নয়। বরং নিয়ম মেনে সঠিক ফলের রস খেলে কিন্তু সন্তুষ্ট হয় আপনার জন্মছকের গ্রহাদি। অন্তত জ্যোতিষ শাস্ত্র কিন্তু সেই কথাই বলছে। কোন গ্রহের জন্য কোন ফল উপযুক্ত জানেন?

1 / 8
রবি - জ্যোতিষ শাস্ত্র বলছে যদি রবি গ্রহ অশুভ অবস্থায় থাকে, তা হলে জাতকের মান, যশ, সম্মান, প্রতিপত্তি, সরকারি চাকরির ক্ষেত্রে বাধা আসে। তাই রবিকে সন্তুষ্ট করতে টমেটো, বেদানা এবং পাকা আমের রস পান করতে পারেন।

রবি - জ্যোতিষ শাস্ত্র বলছে যদি রবি গ্রহ অশুভ অবস্থায় থাকে, তা হলে জাতকের মান, যশ, সম্মান, প্রতিপত্তি, সরকারি চাকরির ক্ষেত্রে বাধা আসে। তাই রবিকে সন্তুষ্ট করতে টমেটো, বেদানা এবং পাকা আমের রস পান করতে পারেন।

2 / 8
মঙ্গল - মঙ্গলের হেরফেরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, সাহসিকতার অভাব এবং মাঙ্গলিক দোষের মতো সমস্যা সৃষ্টি হয়। এ ক্ষেত্রে টমেটো, বেদানার রস পান করা ভাল।

মঙ্গল - মঙ্গলের হেরফেরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, সাহসিকতার অভাব এবং মাঙ্গলিক দোষের মতো সমস্যা সৃষ্টি হয়। এ ক্ষেত্রে টমেটো, বেদানার রস পান করা ভাল।

3 / 8
চন্দ্র - চন্দ্রের অবস্থান ঠিক না হলে মানসিক অবস্থা, মনমেজাজ ভাল থাকে না। তবে লিচু, তরমুজ এবং আখের রস পান করলে চন্দ্র  সন্তুষ্ট হবেন।

চন্দ্র - চন্দ্রের অবস্থান ঠিক না হলে মানসিক অবস্থা, মনমেজাজ ভাল থাকে না। তবে লিচু, তরমুজ এবং আখের রস পান করলে চন্দ্র সন্তুষ্ট হবেন।

4 / 8
বুধ - জন্মছকে বুধ গ্রহ অশুভ অবস্থায় থাকলে, বুদ্ধি লোপ পায়, ব্যবসায় খারাপ প্রভাব পড়ে এমনকি সিদ্ধান্ত নিতেও সমস্যা হয়। তাই এই সমস্যার উপশম হল নাশপাতি এবং আমলকির রস।

বুধ - জন্মছকে বুধ গ্রহ অশুভ অবস্থায় থাকলে, বুদ্ধি লোপ পায়, ব্যবসায় খারাপ প্রভাব পড়ে এমনকি সিদ্ধান্ত নিতেও সমস্যা হয়। তাই এই সমস্যার উপশম হল নাশপাতি এবং আমলকির রস।

5 / 8
শুক্র - শুক্রের ফেরে জাতকের বিলাসিতা বেড়ে যায় ফলে অভাব তৈরি হয়। দাম্পত্য জীবন অসুখী হয়। এ ক্ষেত্রে উপশম হতে পারে কলা এবং লিচুর রস।

শুক্র - শুক্রের ফেরে জাতকের বিলাসিতা বেড়ে যায় ফলে অভাব তৈরি হয়। দাম্পত্য জীবন অসুখী হয়। এ ক্ষেত্রে উপশম হতে পারে কলা এবং লিচুর রস।

6 / 8
শনি - কথায় বলে 'শনির দশা'। জন্মছকে শনি অশুভ অবস্থায় থাকলে হয়েছে আর কি। জীবনে কোনও কিছুই ভাল হয় না। তাই জাম, কালো আঙুরের রস পান করলে উপকার মেলে।

শনি - কথায় বলে 'শনির দশা'। জন্মছকে শনি অশুভ অবস্থায় থাকলে হয়েছে আর কি। জীবনে কোনও কিছুই ভাল হয় না। তাই জাম, কালো আঙুরের রস পান করলে উপকার মেলে।

7 / 8
রাহু-কেতু - রাহু-কেতুর অবস্থানের হেরফেরেও সমস্যা দেখা যায় জীবনে। এ ক্ষেত্রেও জাম, কালো আঙুরের রস পান করলে উপকার মেলে।

রাহু-কেতু - রাহু-কেতুর অবস্থানের হেরফেরেও সমস্যা দেখা যায় জীবনে। এ ক্ষেত্রেও জাম, কালো আঙুরের রস পান করলে উপকার মেলে।

8 / 8