শেহনাজ গিলের নতুন ফটোশুটের ছবি।
আজকাল শেহনাজ গিলকে নিয়ে বি-টাউনে খুব আলোচনা চলছে। তাঁর এি নিত্য নতুন লুকে শোশ্যাল মিডিয়া পোস্টই এর কারণ.।
বিগ বস ১৩ থেকে তিনি সকলের নজর কারেন। বিশেষ করে সিদ্ধার্থ শুক্লার সঘ্গে থাঁর সম্পর্ক নিয়ে রীতিমতো আলোচনা হত।
সিদ্ধার্থের মৃত্যুর পর ভেঙে না পড়ে, বরং তিনি নিজেকে আরও মোহময়াী করে তুলেছেন।
সদ্য ফটোগ্রাফার ডাব্বু রত্নানির তোলা ছবি তিনি ভাগ করেছেন ইনস্টাতে। সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি।
সলমন খানের ছবি কভি ঈদ কভি দিওয়ালি ছবি দিয়ে তিনি বলিউডে পা রাখতে চলেছেন।