গর্ভাবস্থাতেও অক্লান্ত কাজ করেছেন এই ৭ অভিনেত্রী, হাপিয়ে যাননি একচুলও
গর্ভধারণের সময় অনেক মহিলাই কাজ থেকে বিরতি নেন। অনেক তারকা হারিয়ে যান রূপোলি পর্দা থেকে। কিন্তু কেউ কেউ আছেন কাজ ও মার্তৃত্ব দুটোকেই সামলাতে পারেন। প্রেগন্যান্সির সময়ও বিরতি নেন না। এর সাম্প্রতিক উদাহরণ, কারিনা কাপুর খান। সন্তানের জন্মের প্রাক মুহূর্ত পর্যন্ত শুটিং করেছেন তিনি। দেখুন আর কোন অভিনেত্রী কাজ করে গিয়েছেন গর্ভাবস্থাতেও।