মালদ্বীপে আদিত্য-শ্বেতার একান্ত অবসর, রইল ট্র্যাভেল অ্যালবাম

ছুটি পেতেই স্ত্রী শ্বেতা আগরওয়ালকে তিনি উড়ে গেলেন মালদ্বীপে। বেছে নিলেন একান্ত অবসর। সেই ছবিই দেখে নিন ট্র্যাভেল অ্যালবামে।

| Edited By: | Updated on: Aug 21, 2021 | 5:48 PM
সম্প্রতি শেষ হয়েছে ইন্ডিয়ান আইডল।  হাতে বেশ খানিক অবসর মিলেছে শো'র সঞ্চালক আদিত্য নারায়ণের। আর ছুটি পেতেই স্ত্রী শ্বেতা আগরওয়ালকে তিনি উড়ে গেলেন মালদ্বীপে। বেছে নিলেন একান্ত অবসর। সেই ছবিই দেখে নিন ট্র্যাভেল অ্যালবামে।

সম্প্রতি শেষ হয়েছে ইন্ডিয়ান আইডল। হাতে বেশ খানিক অবসর মিলেছে শো'র সঞ্চালক আদিত্য নারায়ণের। আর ছুটি পেতেই স্ত্রী শ্বেতা আগরওয়ালকে তিনি উড়ে গেলেন মালদ্বীপে। বেছে নিলেন একান্ত অবসর। সেই ছবিই দেখে নিন ট্র্যাভেল অ্যালবামে।

1 / 7
বিচের ধারে খাবার, ডিনার ডেট আর প্রেম-- ছবি শেয়ার করে আদিত্য লিখেছেন, "বেটার হাফের সঙ্গে সেরা মিল উপভোগ করছি।" যে পাঁচতারা তাঁদের আপাত আস্তানা সেখানে সুইমিং পুল থেকে ছবিও শেয়ার করেছেন তিনি। শ্বেতার আবার অবসর কাটছে স্পা-য়ে।

বিচের ধারে খাবার, ডিনার ডেট আর প্রেম-- ছবি শেয়ার করে আদিত্য লিখেছেন, "বেটার হাফের সঙ্গে সেরা মিল উপভোগ করছি।" যে পাঁচতারা তাঁদের আপাত আস্তানা সেখানে সুইমিং পুল থেকে ছবিও শেয়ার করেছেন তিনি। শ্বেতার আবার অবসর কাটছে স্পা-য়ে।

2 / 7
ফিরেই কাজ, ব্যস্ততা। তাই আপাতত সব কিছুকে ভুলে একে অপরে বুঁদ হয়েছেন তাঁরা। আর সেই প্রেমেরই দেখা মিলেছে স্বামী-স্ত্রীর ইনস্টাগ্রামে।

ফিরেই কাজ, ব্যস্ততা। তাই আপাতত সব কিছুকে ভুলে একে অপরে বুঁদ হয়েছেন তাঁরা। আর সেই প্রেমেরই দেখা মিলেছে স্বামী-স্ত্রীর ইনস্টাগ্রামে।

3 / 7
সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৭ দিয়ে টেলিভিশনে সঞ্চালনার কেরিয়ার শুরু করেন আদিত্য। ইন্ডিয়ান আইডল-এর পর পর দুটো সিজন তিনি সঞ্চালনা করলেন। ১০ বছরের বন্ধুত্ব এবং প্রেমের পর গত ডিসেম্বরে শ্বেতা আগরওয়ালকে বিয়ে করেন আদিত্য।

সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৭ দিয়ে টেলিভিশনে সঞ্চালনার কেরিয়ার শুরু করেন আদিত্য। ইন্ডিয়ান আইডল-এর পর পর দুটো সিজন তিনি সঞ্চালনা করলেন। ১০ বছরের বন্ধুত্ব এবং প্রেমের পর গত ডিসেম্বরে শ্বেতা আগরওয়ালকে বিয়ে করেন আদিত্য।

4 / 7
দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছেন, ২০২২-এর পর আর টেলিভিশনে সঞ্চালক হিসেবে তিনি কাজ করবেন না। বরং আরও বড় কিছু করার ইঙ্গিত দিয়েছেন। ব্যক্তি জীবনে হয়তো সন্তানের বাবাও হয়ে যাবেন সে সময়।

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছেন, ২০২২-এর পর আর টেলিভিশনে সঞ্চালক হিসেবে তিনি কাজ করবেন না। বরং আরও বড় কিছু করার ইঙ্গিত দিয়েছেন। ব্যক্তি জীবনে হয়তো সন্তানের বাবাও হয়ে যাবেন সে সময়।

5 / 7
টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করে মুম্বইতে নিজের বাড়ি, গাড়ি এবং স্বাচ্ছন্দের জীবন তৈরি করতে পেরেছেন, সেই ঋণও স্বীকার করেছেন আদিত্য। কিন্তু এ বার এগিয়ে যাওয়ার সময়।

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করে মুম্বইতে নিজের বাড়ি, গাড়ি এবং স্বাচ্ছন্দের জীবন তৈরি করতে পেরেছেন, সেই ঋণও স্বীকার করেছেন আদিত্য। কিন্তু এ বার এগিয়ে যাওয়ার সময়।

6 / 7
গান নিয়েই এগিয়ে যেতে চান তিনি। রয়েছে লম্বা প্ল্যানিংও। তবে আপাতত একটু বিশ্রাম। ভালবাসার মানুষের সঙ্গে মালদ্বীপের প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার পালা।

গান নিয়েই এগিয়ে যেতে চান তিনি। রয়েছে লম্বা প্ল্যানিংও। তবে আপাতত একটু বিশ্রাম। ভালবাসার মানুষের সঙ্গে মালদ্বীপের প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার পালা।

7 / 7
Follow Us: