TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 08, 2022 | 4:01 PM
২০২০ সাল, রাতারাতি জীবন বদলে গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে ছিলেন ২০১৯ সালে। তবে থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন মাধ্যমে চর্চা ছিল তুঙ্গে।
রিয়া চক্রবর্তী যদিও সেই মর্মে খুব একটা মুখ খোলেননি। তবে সবটা বদলে যায় ১৪ জুন ২০২০ ঠিক বেলা ১ টায়। সকলকে চমকে দিয়ে খবর প্রকাশ্যে আসে আত্মঘাতী সুশান্ত সিং রাজপুত। তার এক সপ্তাহ আগে নাকি রায়ির সঙ্গে বিচ্ছেদও হয়ে গিয়েছিল তাঁর।
এরপরই শুরু হয়েছিল চুল চেরা বিচার। কখনও সুশান্ত হত্যাকাণ্ড, কখনও মাদক কেসে বারে বারে সময় পেয়েছিলেন রিয়া। দিয়েছিলেন হাজিরাও। এনসিবি থেকে সিবিআই, জিজ্ঞাসাবাদ করেছিলেন দফায় দফায়।
এরপর ৫০ দিনের জেলও হয় অভিনেত্রীর। রাতারাতি সকলের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। একবার তাঁর মা সকলের সামনে হাতজোর করে বলেছিলেন, তিনি ভয়ে ভয়ে থাকেন, তাঁর মেয়ে না কিছু করে বসে। সেখান থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরেন রিয়া চক্রবর্তী।
আর এখন তাঁর জীবনে নতুন পুরুষ। না, মানুষটি নতুন নয়। রিয়া চক্রবর্তীর কঠিন সময় তিনি ছিলেন পাশে, বান্টি সজদেব। সীমা সজদেবের ভাই তিনি, ট্যালেন্ট ম্যানেজমেন্ট ফার্মের মালিক তিনি। এক সময় সোনাক্ষী সিনহার সঙ্গে তাঁকে ডেটিং করতে দেখা যেত।
রিয়ার ভাল বন্ধু ছিলেন তিনি। তবে রিয়া চক্রবর্তীর ঘনিষ্ঠসূত্রে খবর, বর্তমানে তাঁরা সম্পর্কে রয়েছেন। গত দুই বছর ধরে তাঁরা একে অন্যের পাশে আছেন। রিয়ার কঠিন সময় তাঁকে সাহস দিয়েছেন। তাঁরা নিজেদের মতো করে ভাল আছেন।