Sajid Khan-#MeToo: সাজিদ খান বিগ বস ১৬-র হাত ধরে কি ফিরতে চলেছেন লাইমলাইটে?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Oct 07, 2022 | 9:10 AM

Sajid Khan-#MeToo: #মিটু পর সাজিদ খান ছিলেন অন্তরালে। একের পর এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তারপর পরিচালক-সঞ্চালক সাজিদ সরে যান ইন্ডিস্ট্রি থেকে।

1 / 5
বিগ বস ১৬ শোতে সাজিদ খানের প্রবেশ নেটিজেনদের বিরক্ত করেছে এবং এখন তাঁরা তাঁকে শো থেকে বের করে দেওয়ার জন্য চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে আবেদনে স্বাক্ষর করেছে। #মিটু অভিযুক্ত সাজিদ খান এখন শোয়ের একটি অংশ যেখানে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা গল্প কেঁদে সকলের কাছে বলছেন।

বিগ বস ১৬ শোতে সাজিদ খানের প্রবেশ নেটিজেনদের বিরক্ত করেছে এবং এখন তাঁরা তাঁকে শো থেকে বের করে দেওয়ার জন্য চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে আবেদনে স্বাক্ষর করেছে। #মিটু অভিযুক্ত সাজিদ খান এখন শোয়ের একটি অংশ যেখানে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা গল্প কেঁদে সকলের কাছে বলছেন।

2 / 5
করিশ্মা খান একবার প্রকাশ করেছিলেন যে তাঁর দিদি জিয়া খান একবার সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছিলেন। প্রয়াত অভিনেত্রীর পক্ষ থেকে করিশ্মা অভিযোগ করেছিলেন যে সাজিদ জিয়াকে তাঁর সামনে তাঁর টপ আর অন্তর্বাস খুলতে বলেছিলেন স্ক্রিপ্ট রিডিংয়ের সময়। জিয়া কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়েছিলেন এবং ভয় পেয়েছিলেন যে সাজিদ তাঁর সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে বলে তাঁর বিরুদ্ধে মামলা করবে কি না। তাই বাধ্য হয়েই জিয়া সেই সিনেমা করে।

করিশ্মা খান একবার প্রকাশ করেছিলেন যে তাঁর দিদি জিয়া খান একবার সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছিলেন। প্রয়াত অভিনেত্রীর পক্ষ থেকে করিশ্মা অভিযোগ করেছিলেন যে সাজিদ জিয়াকে তাঁর সামনে তাঁর টপ আর অন্তর্বাস খুলতে বলেছিলেন স্ক্রিপ্ট রিডিংয়ের সময়। জিয়া কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়েছিলেন এবং ভয় পেয়েছিলেন যে সাজিদ তাঁর সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে বলে তাঁর বিরুদ্ধে মামলা করবে কি না। তাই বাধ্য হয়েই জিয়া সেই সিনেমা করে।

3 / 5
মন্দানা করিমি যিনি একবার সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তাঁর সাম্প্রতিক কথোপকথনে তিনি জানিয়েছেন যে সাজিদ #মিটু অভিযুক্ত হওয়ার বিষয়ে কোনও চিন্তা করেন না এবং তিনি আনন্দের সঙ্গেই শোতে অংশ নিচ্ছেন। এই ধরনের মানুষজনের বিরুদ্ধে ইন্ডাস্ট্রি এত নম্র হওয়ার কারণে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করা বন্ধ করে দিয়েছেন বলে দাবি করেন মন্দানা।

মন্দানা করিমি যিনি একবার সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তাঁর সাম্প্রতিক কথোপকথনে তিনি জানিয়েছেন যে সাজিদ #মিটু অভিযুক্ত হওয়ার বিষয়ে কোনও চিন্তা করেন না এবং তিনি আনন্দের সঙ্গেই শোতে অংশ নিচ্ছেন। এই ধরনের মানুষজনের বিরুদ্ধে ইন্ডাস্ট্রি এত নম্র হওয়ার কারণে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করা বন্ধ করে দিয়েছেন বলে দাবি করেন মন্দানা।

4 / 5
অহনা কুমরা তাঁর আলাপচারিতায় প্রকাশ করেছিলেন যে সাজিদ তাঁকে একটি মিটিংয়ের জন্য ডেকেছিলেন। কিন্তু তিনি তাঁর বাড়িতে গিয়ে দেখা করতে ভয় পান। যদিও সাজিদ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেননি, কিন্তু তাঁর সঙ্গে অত্যন্ত উদ্ভট কথা বলেছিলেন। যদি ১০০ কোটি টাকা দেওয়া হয় তবে অহনা কুকুরের সঙ্গে সেক্স করবে কি না জানতে চায় সাজিদ।

অহনা কুমরা তাঁর আলাপচারিতায় প্রকাশ করেছিলেন যে সাজিদ তাঁকে একটি মিটিংয়ের জন্য ডেকেছিলেন। কিন্তু তিনি তাঁর বাড়িতে গিয়ে দেখা করতে ভয় পান। যদিও সাজিদ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেননি, কিন্তু তাঁর সঙ্গে অত্যন্ত উদ্ভট কথা বলেছিলেন। যদি ১০০ কোটি টাকা দেওয়া হয় তবে অহনা কুকুরের সঙ্গে সেক্স করবে কি না জানতে চায় সাজিদ।

5 / 5
শার্লিন চোপড়া সাজিদ খানকে ক্রিপ বলে সম্বোধন করেছিলেন। কারণ সাজিদ তাঁর সঙ্গেও খারাপ ব্যবহার করেছিলেন এবং তাঁকে একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিলেন, যখন তিনি একটি কাজের মিটিংয়ে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

শার্লিন চোপড়া সাজিদ খানকে ক্রিপ বলে সম্বোধন করেছিলেন। কারণ সাজিদ তাঁর সঙ্গেও খারাপ ব্যবহার করেছিলেন এবং তাঁকে একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিলেন, যখন তিনি একটি কাজের মিটিংয়ে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

Next Photo Gallery
Alleged For Copying Poster: প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবির পোস্টার ট্রোলের শিকার অন্যের নকল করার জন্য
Virat Kohli: ভাত-ডালের সঙ্গে আইসক্রিম মেখে খায়! বাংলার ক্রিকেটারের অদ্ভুত অভ্যেস ফাঁস কোহলির