Virat Kohli: ভাত-ডালের সঙ্গে আইসক্রিম মেখে খায়! বাংলার ক্রিকেটারের অদ্ভুত অভ্যেস ফাঁস কোহলির

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 07, 2022 | 1:29 PM

ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠের কোনও ঘটনা নজর এড়ায় না আমাদের। কিন্তু মাঠের বাইরে বা ড্রেসিংরুমের অন্দরের ঘটনাগুলি জানার কথা নয়। ক্রিকেটাররা অনেক সময়ই সাজঘরের বিভিন্ন মজার মজার ঘটনার কথা ফাঁস করেন। বিরাট কোহলিও তার ব্যতিক্রম নন। এক বাঙালি ক্রিকেটারের অদ্ভুত ফুড হ্যাবিটের রহস্য ফাঁস করলেন প্রাক্তন অধিনায়ক।

1 / 6
ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠের কোনও ঘটনা নজর এড়ায় না আমাদের। কিন্তু মাঠের বাইরে বা ড্রেসিংরুমের অন্দরের ঘটনাগুলি জানার কথা নয়। ক্রিকেটাররা অনেক সময়ই সাজঘরের বিভিন্ন মজার মজার ঘটনার কথা ফাঁস করেন। বিরাট কোহলিও তার ব্যতিক্রম নন। এক বাঙালি ক্রিকেটারের অদ্ভুত ফুড হ্যাবিটের রহস্য ফাঁস করলেন প্রাক্তন অধিনায়ক।(ছবি:টুইটার)

ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠের কোনও ঘটনা নজর এড়ায় না আমাদের। কিন্তু মাঠের বাইরে বা ড্রেসিংরুমের অন্দরের ঘটনাগুলি জানার কথা নয়। ক্রিকেটাররা অনেক সময়ই সাজঘরের বিভিন্ন মজার মজার ঘটনার কথা ফাঁস করেন। বিরাট কোহলিও তার ব্যতিক্রম নন। এক বাঙালি ক্রিকেটারের অদ্ভুত ফুড হ্যাবিটের রহস্য ফাঁস করলেন প্রাক্তন অধিনায়ক।(ছবি:টুইটার)

2 / 6
তিনি আর কেউ নন, দেশের অন্যতম সেরা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। নিজের ফুড চেইন One 8 Commune-এর ইউটিউব চ্যানেলে জাতীয় দলের সতীর্থ ঋদ্ধিমান সাহা-র ফুড হ্যাবিটের কথা ফাঁস করলেন তিনি। (ছবি:টুইটার)

তিনি আর কেউ নন, দেশের অন্যতম সেরা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। নিজের ফুড চেইন One 8 Commune-এর ইউটিউব চ্যানেলে জাতীয় দলের সতীর্থ ঋদ্ধিমান সাহা-র ফুড হ্যাবিটের কথা ফাঁস করলেন তিনি। (ছবি:টুইটার)

3 / 6
বিরাট বলেন, "আমি যদি কাউকে ইউনিক কম্বিনেশনে খেতে দেখেছি সেই মানুষটি হল ঋদ্ধিমান সাহা। একবার দেখি, ঋদ্ধির প্লেটে বাটার চিকেন, রুটি, স্যালাডের সঙ্গে নিয়েছে রসগোল্লা। রুটি, স্যালাড মুখে নিচ্ছে আর একটা করে রসগোল্লা গপ করে গিলছে। দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করি, ঋদ্ধি তুমি কী করছ?" জবাবে ও বলল, এভাবেই খেয়ে নাকি অভ্যস্ত। (ছবি:টুইটার)

বিরাট বলেন, "আমি যদি কাউকে ইউনিক কম্বিনেশনে খেতে দেখেছি সেই মানুষটি হল ঋদ্ধিমান সাহা। একবার দেখি, ঋদ্ধির প্লেটে বাটার চিকেন, রুটি, স্যালাডের সঙ্গে নিয়েছে রসগোল্লা। রুটি, স্যালাড মুখে নিচ্ছে আর একটা করে রসগোল্লা গপ করে গিলছে। দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করি, ঋদ্ধি তুমি কী করছ?" জবাবে ও বলল, এভাবেই খেয়ে নাকি অভ্যস্ত। (ছবি:টুইটার)

4 / 6
এখানেই শেষ নয়। আরও একবার পাপালিকে ভাত, ডালের সঙ্গে আইসক্রিম খেতে দেখেছিলেন কোহলি! বললেন, "দেখি, এক গাল ডাল-ভাতের সঙ্গে আইসক্রিম খাচ্ছে।" হাসতে হাসতে বলেন বিরাট। মাঠ ছাড়াও ক্রিয়েটিভিটি যে খাবার প্লেটেও আনা যায় তা ঋদ্ধিকে দেখেই শিখেছেন।(ছবি:টুইটার)

এখানেই শেষ নয়। আরও একবার পাপালিকে ভাত, ডালের সঙ্গে আইসক্রিম খেতে দেখেছিলেন কোহলি! বললেন, "দেখি, এক গাল ডাল-ভাতের সঙ্গে আইসক্রিম খাচ্ছে।" হাসতে হাসতে বলেন বিরাট। মাঠ ছাড়াও ক্রিয়েটিভিটি যে খাবার প্লেটেও আনা যায় তা ঋদ্ধিকে দেখেই শিখেছেন।(ছবি:টুইটার)

5 / 6
খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিজের সবচেয়ে ভালো এবং খারাপ অভিজ্ঞতা শেয়ার করেছেন বিরাট। স্ত্রী অনুষ্কাকে নিয়ে একবার ভুটান ঘুরতে গিয়েছিলেন কোহলি। স্থানীয় তাজা সবজি, স্থানীয় চাল দিয়ে তৈরি খাবার ভেগান বিরাটের সবচেয়ে সেরা ফুড এক্সপিরিয়েন্স।(ছবি:টুইটার)

খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিজের সবচেয়ে ভালো এবং খারাপ অভিজ্ঞতা শেয়ার করেছেন বিরাট। স্ত্রী অনুষ্কাকে নিয়ে একবার ভুটান ঘুরতে গিয়েছিলেন কোহলি। স্থানীয় তাজা সবজি, স্থানীয় চাল দিয়ে তৈরি খাবার ভেগান বিরাটের সবচেয়ে সেরা ফুড এক্সপিরিয়েন্স।(ছবি:টুইটার)

6 / 6
সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে প্যারিসে গিয়ে। বিরাট বলেছেন, একজন ভেজিটেরিয়ানের কাছে প্যারিসের খাবার বিভীষিকা। ভাষার সমস্যা থাকায় তাঁর কাছে কোনও বিকল্পও ছিল না। জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক। (ছবি:টুইটার)

সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে প্যারিসে গিয়ে। বিরাট বলেছেন, একজন ভেজিটেরিয়ানের কাছে প্যারিসের খাবার বিভীষিকা। ভাষার সমস্যা থাকায় তাঁর কাছে কোনও বিকল্পও ছিল না। জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক। (ছবি:টুইটার)

Next Photo Gallery