TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Dec 04, 2022 | 7:30 AM
কাতার বিশ্বকাপকে ইতিমধ্যেই অঘটনের বিশ্বকাপ হিসেবে দাগিয়ে দিয়েছেন ফুটবল বিশেষজ্ঞরা।শুরু থেকেই একের পর এক অঘটনের সাক্ষী ফুটবল বিশ্ব। এখনও পর্যন্ত অঘটনের তালিকাটা দেখে নেওয়া যাক। ছবি: টুইটার
বিশ্বকাপের প্রথম অঘটন সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ১-২ হেরে যাওয়া। শেষবার ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর প্রায় আড়াই বছর ধরে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিশ্বকাপে এসেছিল আর্জেন্টিনা। আর বিশ্বকাপের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার রেকর্ডের ইতি টেনে অঘটন ঘটাল সৌদি আরব। ছবি: টুইটার
বিশ্বকাপে দ্বিতীয় অঘটন জার্মানদের গুড়িয়ে দিয়ে জাপানের অবিশ্বাস্য জয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া জার্মানির বিশ্বকাপের শুরুটা মোটেও ভাল হয়নি। জাপানের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে কার্যত মাথা নোয়াতে বাধ্য হন জার্মান ফুটবলাররা। মরক্কোর বিরুদ্ধে বেলজিয়ামের দাপুটে জয় বিশ্বকাপের আর একটি বড় অঘটন।ছবি: টুইটার
ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর নকআউট পর্বে অস্ট্রেলিয়া। ২০০৬ এর পর আর নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি অস্ট্রেলিয়া। কাতার বিশ্বকাপে কেটে গেল তাদের ১৬ বছরের খরা। কাতারে ইতিহাস রচনা করেছে তিউনিশিয়া। বিশ্বসেরা ফ্রান্সের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেয়েছে তারা। ছবি: টুইটার
স্পেনকে হারিয়ে জাপানের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ঘটনাও কম বড় অঘটন নয়। অন্য দিকে পর্তুগালের বিরুদ্ধে দক্ষিন কোরিয়ার নাটকীয় জয়ের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। পাঁচবার বিশ্বকাপজয়ী ব্রাজিলকেও ১-০ গোলে পরাজিত করল ক্যামেরুন। বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকান দল হিসেবে এই প্রথম ব্রাজিলকে পরাজিত করল ক্যামেরুন।ছবি: টুইটার