Bangla NewsPhoto gallery Ahead of 2nd T20I Rohit Sharma led Team India end first practice session in Guwahati
IND vs SA: খোশমেজাজে পন্থ, সেলফি তুললেন মহিলা পুলিশদের সঙ্গে!
তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছে গিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা টিম। ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ রয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। আজ রোহিতরা গুয়াহাটিতে জোরকদমে প্রথম দিনের অনুশীলন করেছেন। মেন ইন ব্লুর প্রথম দিনের অনুশীলনের পর, মহিলা পুলিশ কনস্টেবলদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল ভারতীয় তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে।