তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছে গিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা টিম। ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ রয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে।
বৃহস্পতিবার গুয়াহাটিতে পৌঁছেছে দুই দল। গুয়াহাটিতে নাচে-গানে স্বাগত জানানো হয়েছে দুই দলকে।
প্লেয়ারদের টিম হোটেলে স্বাগত জানানোর সময়, তাঁদের দেওয়া হয়েছে অসমের ঐতিহ্যবাহী গামছাও।
আজ, শুক্রবার রোহিত শর্মারা গুয়াহাটিতে প্রথম দিনের অনুশীলনও করেছেন। মেন ইন ব্লুর প্রথম দিনের অনুশীলনের পর, মহিলা পুলিশ কনস্টেবলদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল ভারতীয় তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে।
এই মুহূর্তে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। রবিবারের ম্যাচ জিতলেই সিরিজ ভারতের।